শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:৪৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকরা তেলায়ে তুলায়ে জীবিকা আনে না, তাদের স্ট্রাগল সবাই বুঝবে না

 সৈয়দা সাজিয়া আফরিন

সৈয়দা সাজিয়া আফরিন: ‘ভাত পাই না স্বাধীনতা দিয়া কী করুম’Ñএ জাতীয় আনকন্সটিটিউশনাল কথা আমি জীবনে অজস্রবার শুনেছি নিম্নআয়ের মানুষের মুখে। অশিক্ষিতদের মুখে, এমনকি হতাশাগ্রস্ত শিক্ষিত বেকারের মুখেও। এরা সবাই অরাজনৈতিক। বিদ্যুতের দাম বাড়লে অশ্লীল শব্দে এক্সিস্টিং সরকারকে গালি দেয়। সে যে সরকারই হোক না কেন, বিএনপি বা আওয়ামী লীগ এবং এজন্যই চালের দাম ৩০ টাকা করা হবে এরকম রাজনৈতিক কমিটমেন্ট এখানে চলে। তারা সংবিধানসম্মত অথবা বহির্ভূত এই শিক্ষা তাদের নেই। যদি তা থাকতো তাহলে যেকোনো সরকার আরও বেশি বিপাকে পড়তো। শিক্ষিত জনগণ মৌলিক চাহিদা খুঁজতো, প্রিভিলেজ খুঁজতো। তারা অশিক্ষিত রাজনৈতিক অসচেত্ন সেইটাই এদেশের রাজনীতিকদের জন্য সুবিধা। ‘শান্তিনিকেতনী স্টাইল’ বলে একটা টার্ম ব্যরিস্টার সাহেব ব্যবহার করলেন। সেটার একটু ব্যাখ্যা পাইতে চাই। ব্যরিস্টার সাহেব বেশ সরকার পূজারি খুব সম্ভবত সুবিধাভোগীও। সেটাতে আপত্তি করছিও না। 

এই যে ব্যরিস্টার সাহেব জানেন না যে রিকশাওয়ালাদের আড্ডায় রাজনৈতিক আলোচনা কেমন হয়, তারা জানেন না নিম্নবিত্ত এবং নানাভাবে জীবনের সুবিধাবঞ্চিত মানুষ রাজনীতি সরকার এসবকে কী চোখে দেখে। শুধু পড়াশোনা হইলে হয় না, একটু জানাশোনাও থাকা লাগে। পক্ষে বলতে গেলেও একটু জেনেও বলতে হয়। তার ভাড়ামোর কারণে একজন সাংবাদিক এখন অপরাধীর মতো বন্দি। ব্যারিস্টার সাহেব আপনাকে একটু বুঝতে হবে, সাংবাদিকরা আপনার মতো তেলায়ে তুলায়ে জীবিকা আনে না। তারা করে খায়। যারা করে খায়, তাদের স্ট্রাগল আপনার মতো শুয়ে বসে, লাইভ করে জীবন চালানো মানুষ বুঝবে না। না বোঝারই কথা। লেখক: সম্পাদক, উইম্যানভয়েসবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়