শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০২:৫০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াইয়ের নাম হোক ‘শ্রেণিসংগ্রাম’

আহসান হাবিব

আহসান হাবিব: নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে গর্ববোধ করি না। আমি যদি আদিবাসী হতাম, কোনো নৃগোষ্ঠী বা অন্য কোনো জাতিগোষ্ঠীতে জন্ম নিতাম, তাদের নামেও পরিচয় দিতে গর্ববোধ করতাম না। কেন করবো? বরং আমি যে কোনো প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণকারী হিসেবে নয়, একজন মানুষ নামক প্রাণী হিসেবে জন্মে আনন্দিত। আনন্দিত এই কারণে যে আমি জন্মগ্রহণ নাও করতে পারতাম। এখানে আমার কোনো হাত নেই। এটা সম্পূর্ণ প্রকৃতির অভিপ্রায়। যার উপর আমার কোনো হাত নেই, তা নিয়ে গর্ব করার কী আছে? বরং যারা গর্ব করে, অহংকার করে, জাতির নামে অন্যকে শোষণ করে, তাদের প্রতি ঘৃণা ছুঁড়ে দিই। 

মানব প্রজাতিকে বিভিন্ন নামে ডেকে বিভক্ত করা রাজনৈতিক  হীন উদ্দেশ্য। এর মধ্য দিয়ে যে সংখ্যাগরিষ্ঠগত ক্ষমতাকেন্দ্রিক বৈষম্য তৈরি হয়, তা শোষণ এবং আধিপত্যের পথ তৈরি করে। লড়াই হওয়া উচিত এর বিরুদ্ধে। একজন মানুষ হিসেবে আমার কী কৃত্য, তা নিয়ে গর্ব করা যেতে পারে। এমনকিছু যা মনুষকে আনন্দিত করেছে, সংস্কৃতবান করেছে, সমস্যা থেকে মুক্তি দিয়েছে, পৃথিবীকে বাসযোগ্য করতে ভূমিকা রেখেছে, তাহলে গর্ব করা যেতে পারে। যাবতীয় বিভেদ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা গর্বের বিষয় হতে পারে। কিন্তু নিজের জাতিগত পরিচয় নিয়ে গর্ব করা একটা হীনমন্যতা এবং মানসিক রোগ। আসুন, আমরা মানুষ হই। লড়াইয়ের নাম হোক শ্রেণিসংগ্রাম। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়