শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০২:৫০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াইয়ের নাম হোক ‘শ্রেণিসংগ্রাম’

আহসান হাবিব

আহসান হাবিব: নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে গর্ববোধ করি না। আমি যদি আদিবাসী হতাম, কোনো নৃগোষ্ঠী বা অন্য কোনো জাতিগোষ্ঠীতে জন্ম নিতাম, তাদের নামেও পরিচয় দিতে গর্ববোধ করতাম না। কেন করবো? বরং আমি যে কোনো প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণকারী হিসেবে নয়, একজন মানুষ নামক প্রাণী হিসেবে জন্মে আনন্দিত। আনন্দিত এই কারণে যে আমি জন্মগ্রহণ নাও করতে পারতাম। এখানে আমার কোনো হাত নেই। এটা সম্পূর্ণ প্রকৃতির অভিপ্রায়। যার উপর আমার কোনো হাত নেই, তা নিয়ে গর্ব করার কী আছে? বরং যারা গর্ব করে, অহংকার করে, জাতির নামে অন্যকে শোষণ করে, তাদের প্রতি ঘৃণা ছুঁড়ে দিই। 

মানব প্রজাতিকে বিভিন্ন নামে ডেকে বিভক্ত করা রাজনৈতিক  হীন উদ্দেশ্য। এর মধ্য দিয়ে যে সংখ্যাগরিষ্ঠগত ক্ষমতাকেন্দ্রিক বৈষম্য তৈরি হয়, তা শোষণ এবং আধিপত্যের পথ তৈরি করে। লড়াই হওয়া উচিত এর বিরুদ্ধে। একজন মানুষ হিসেবে আমার কী কৃত্য, তা নিয়ে গর্ব করা যেতে পারে। এমনকিছু যা মনুষকে আনন্দিত করেছে, সংস্কৃতবান করেছে, সমস্যা থেকে মুক্তি দিয়েছে, পৃথিবীকে বাসযোগ্য করতে ভূমিকা রেখেছে, তাহলে গর্ব করা যেতে পারে। যাবতীয় বিভেদ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা গর্বের বিষয় হতে পারে। কিন্তু নিজের জাতিগত পরিচয় নিয়ে গর্ব করা একটা হীনমন্যতা এবং মানসিক রোগ। আসুন, আমরা মানুষ হই। লড়াইয়ের নাম হোক শ্রেণিসংগ্রাম। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়