শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:০৩ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার কোচের স্ট্র্যাটেজি সফল

জাকির তালুকদার

জাকির তালুকদার: বিরতির সময় আর্জেন্টিনার সমর্থকদের হতাশা দেখলাম ফেসবুকে। গালিও দিচ্ছিলেন অনেকেই। বাপ্পী পর্যন্ত ফোন দিয়ে বললো, রাত জেগে এমন খেলা দেখার কোনো মানে হয়। বললাম, রাগ কেন? আর্জেন্টিনা জিতবে তো। কীভাবে জিতবে? এমন খেললে কেউ জেতে? বললাম, আর্জেন্টিনা ভালো খেলছে তো। প্রথম ২৫ মিনিটের পর থেকে খেলা তো ওদেরই দখলে। বিড়বিড় করে কিছু একটা বলে বাপ্পী ফোন কেটে দিলো। 

শক্তির বিচারে ১৯-২০, এমন দুই দলের খেলায় কোনো দল যদি ড্র করার জন্য খেলে, তাহলে অপর দলের গোল পাওয়া কঠিন হয়ে পড়ে। তদুপরি দুই দল যখন একে অপরের খেলা নিখুঁতভাবে বোঝে। মেক্সিকো ঠিক সেটাই করছিল। এই ম্যাচে এক পয়েন্ট পেলে পরের খেলায় সৌদিকে হারালেই তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া সহজ হয়ে যাবে।

এমন অবস্থাতেও আর্জেন্টিনা দল মাথা ঠাণ্ডা রেখে ছোট পাসেই খেলেছে। রাফ ট্যাকল করতে যায়নি। সেটপিস তৈরির চেষ্টা করেছে। তবু গোল পাচ্ছিল না। তখন গোল পাওয়ার বিকল্প একটি উপায় আচমকা শট। মেসি সেভাবেই গোল পেলেন। তারপরে সেই অগ্রবর্তিতা ধরে রাখার জন্য ডিফেন্সিভ হয়ে পড়ে বেশির ভাগ দল। আর্জেন্টিনা ডিফেন্সিভ হয়নি। বল পায়ে রেখে মাঝমাঠের দখল নিশ্চিত করেছে। ফলে আরেকটি গোলও পেয়েছে। তবে দুটো গোলই কিন্তু হয়েছে গোলরক্ষককে বোকা বানিয়ে আচমকা শটেই। তাই কোচের স্ট্রাটেজি তো সফল বলতেই হবে। লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়