শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ নির্বাচনী প্রচারের প্রথম দিনেই চার জেলায় হামলা সংঘর্ষ, আহত ২০ (ভিডিও) ◈ বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন ◈ কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে ◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৯ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুন্ডি কোনোদিন যাবে কিংবা কমবে না?

আফসান চৌধুরী

আফসান চৌধুরী: [১] হুন্ডির বয়স হাজার খানেক তো হবেই আর ব্যাংক কালকের ছেলে। কিন্তু যে কারণে হুন্ডিকে গালি দেওয়া যায়, কিন্তু থামানো তো দূরের কথা, কমানো যায় না তার কারণ প্রাতিষ্ঠানিকতা। আমাদের কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক নয়, এখনো চলে ইনফরমাল কায়দায় ব্যাংক নাম দিলেও লোন দিই খাতিরে। অতএব মুখে ব্যাংক, আসলে সুদখানা। 

[২] আমরা যেভাবে সরকার চালাই বা পাল্টায়থ কোনোটাই ফর্মাল নয়। সেটা মার্শাল ল হোক অথবা গণআন্দোলন হোক। আমাদের নির্বাচন অপ্রাতিষ্ঠানিকভাবে হয়। যে সমাজ প্রাতিষ্ঠানিক সরকার পদ্ধতি চালু করতে পারে না, সেখানে হুন্ডি থাকবেই। একটা গবেষণা করেছিলাম আমাদের রাষ্ট্রিক আইন কতোদূর পর্যন্ত বলবৎ আছে সেটা দেখতে। সে সূচকে ঢাকার ভেতরেও আইনি কাঠামো পাওয়া যায় না। ঢাকার ভেতর উপÑঢাকা আছে অতএব গ্রামের তো প্রশ্নই আসে না। 

[৩] আমাদের কলোনিয়াল প্রতিষ্ঠানিকতা দিয়ে ইনফরমাল সমাজ চলবে না। ব্যাংকে রেমিট্যান্সের যতো টাকা আছে, গ্রামে তার হয়তো প্রায় সমান আছে মানুষের কাছে। ওটা কাজে লাগানো নিয়ে ভাবা উচিত যেভাবেই হোক। এটা হুন্ডির টাকা। পাবলিক সরকার নয়, সরকারিতে বিশ্বাস করে না অতএব হুন্ডি টিকবে। আর সরকার নিজেও চর্চা করে না সরকারিতে তাই যতই গালি দিক, হুন্ডি এক বিন্দু কমেনি।

লেখক: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়