শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৯ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুন্ডি কোনোদিন যাবে কিংবা কমবে না?

আফসান চৌধুরী

আফসান চৌধুরী: [১] হুন্ডির বয়স হাজার খানেক তো হবেই আর ব্যাংক কালকের ছেলে। কিন্তু যে কারণে হুন্ডিকে গালি দেওয়া যায়, কিন্তু থামানো তো দূরের কথা, কমানো যায় না তার কারণ প্রাতিষ্ঠানিকতা। আমাদের কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক নয়, এখনো চলে ইনফরমাল কায়দায় ব্যাংক নাম দিলেও লোন দিই খাতিরে। অতএব মুখে ব্যাংক, আসলে সুদখানা। 

[২] আমরা যেভাবে সরকার চালাই বা পাল্টায়থ কোনোটাই ফর্মাল নয়। সেটা মার্শাল ল হোক অথবা গণআন্দোলন হোক। আমাদের নির্বাচন অপ্রাতিষ্ঠানিকভাবে হয়। যে সমাজ প্রাতিষ্ঠানিক সরকার পদ্ধতি চালু করতে পারে না, সেখানে হুন্ডি থাকবেই। একটা গবেষণা করেছিলাম আমাদের রাষ্ট্রিক আইন কতোদূর পর্যন্ত বলবৎ আছে সেটা দেখতে। সে সূচকে ঢাকার ভেতরেও আইনি কাঠামো পাওয়া যায় না। ঢাকার ভেতর উপÑঢাকা আছে অতএব গ্রামের তো প্রশ্নই আসে না। 

[৩] আমাদের কলোনিয়াল প্রতিষ্ঠানিকতা দিয়ে ইনফরমাল সমাজ চলবে না। ব্যাংকে রেমিট্যান্সের যতো টাকা আছে, গ্রামে তার হয়তো প্রায় সমান আছে মানুষের কাছে। ওটা কাজে লাগানো নিয়ে ভাবা উচিত যেভাবেই হোক। এটা হুন্ডির টাকা। পাবলিক সরকার নয়, সরকারিতে বিশ্বাস করে না অতএব হুন্ডি টিকবে। আর সরকার নিজেও চর্চা করে না সরকারিতে তাই যতই গালি দিক, হুন্ডি এক বিন্দু কমেনি।

লেখক: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়