শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৯ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুন্ডি কোনোদিন যাবে কিংবা কমবে না?

আফসান চৌধুরী

আফসান চৌধুরী: [১] হুন্ডির বয়স হাজার খানেক তো হবেই আর ব্যাংক কালকের ছেলে। কিন্তু যে কারণে হুন্ডিকে গালি দেওয়া যায়, কিন্তু থামানো তো দূরের কথা, কমানো যায় না তার কারণ প্রাতিষ্ঠানিকতা। আমাদের কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক নয়, এখনো চলে ইনফরমাল কায়দায় ব্যাংক নাম দিলেও লোন দিই খাতিরে। অতএব মুখে ব্যাংক, আসলে সুদখানা। 

[২] আমরা যেভাবে সরকার চালাই বা পাল্টায়থ কোনোটাই ফর্মাল নয়। সেটা মার্শাল ল হোক অথবা গণআন্দোলন হোক। আমাদের নির্বাচন অপ্রাতিষ্ঠানিকভাবে হয়। যে সমাজ প্রাতিষ্ঠানিক সরকার পদ্ধতি চালু করতে পারে না, সেখানে হুন্ডি থাকবেই। একটা গবেষণা করেছিলাম আমাদের রাষ্ট্রিক আইন কতোদূর পর্যন্ত বলবৎ আছে সেটা দেখতে। সে সূচকে ঢাকার ভেতরেও আইনি কাঠামো পাওয়া যায় না। ঢাকার ভেতর উপÑঢাকা আছে অতএব গ্রামের তো প্রশ্নই আসে না। 

[৩] আমাদের কলোনিয়াল প্রতিষ্ঠানিকতা দিয়ে ইনফরমাল সমাজ চলবে না। ব্যাংকে রেমিট্যান্সের যতো টাকা আছে, গ্রামে তার হয়তো প্রায় সমান আছে মানুষের কাছে। ওটা কাজে লাগানো নিয়ে ভাবা উচিত যেভাবেই হোক। এটা হুন্ডির টাকা। পাবলিক সরকার নয়, সরকারিতে বিশ্বাস করে না অতএব হুন্ডি টিকবে। আর সরকার নিজেও চর্চা করে না সরকারিতে তাই যতই গালি দিক, হুন্ডি এক বিন্দু কমেনি।

লেখক: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়