শিরোনাম
◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১২:২৩ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুজনের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সুষ্ঠু নি‍র্বাচনের পথ সুগম হলো: ব‌দিউল আলম মজুমদার

সুজনের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সুষ্ঠু নি‍র্বাচনের পথ সুগম হলো বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক(সুজন) সম্পাদক ব‌দিউল আলম মজুমদা‌র। রোববার দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। 

সেখানে তিনি লেখেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা অপরিহার্য। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা হয়। এই ব্যবস্থার অধীনে তিনটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলেও, ২০১১ সালে প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কো‍র্টের আপিল বিভাগ একটি বিভক্ত রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন।

উক্ত রায় ঘোষণার পর থেকেই আমি এর বৈধতা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করি । অনেক লেখালেখি করি। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আমার লেখা 'তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রাজনীতি’ বইতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রদত্ত এ রায়ের বিরুদ্ধে সকল যুক্তি আমি তুলে ধরি।

এয়োদশ সংশোধনী আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান, নির্বাহী সদস্য প্রয়াত ড. তোফায়েল আহমেদ, সুজন ঢাকা মহানগর কমিটির সভাপতি জোবাইরুল হক ভূঁইয়া, জাহারা রহমান এবং আমি ২৭ আগস্ট ২০২৪ তারিখে একটি রিভিউ আবেদন করি। পরব‍‍র্তীতে বিএনপি, জামায়াতে ইসলামী এবং আরও কিছু ব্যক্তিও এই আবেদনের পক্ষভুক্ত হন।

আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কো‍র্টের আপিল বিভাগ স‍‍র্বসম্মতভাবে এক ঐতিহাসিক রায়ে আমাদের রিভিউ আবেদনটি গ্রহণ করেন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেন, যা ত্রয়োদেশ জাতীয় সংসদের মেয়াদ শেষে কা‍র্যকর হবে । আদালত বিচারপতি খায়রুল হকের রায়কে ত্রুটিপূ‍র্ণ ও কলঙ্কিত বলে আখ্যায়িত করেন ।

বদিউল আলম মজুমদার আরও লেখেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে আমাদের নি‍র্বাচন ব্যবস্থাকে নি‍র্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। ফলে আমাদের গত তিনটি সংসদ নি‍র্বাচন ছিলো চরম বিত‍‍র্কিত ও কলঙ্কিত । ২০ নভেম্বর দেয়া আপিল বিভাগের রায়ের ফলে ভবিষতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নি‍র্বাচন অনুষ্ঠানের পথ সুগম হলো ।

গণতান্ত্রিক মূল্যবোধ চ‍র্চা ও রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিব‍‍র্তনের মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে সুষ্ঠু নি‍র্বাচন নিশ্চিত এবং গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করবে  বলেও আশাবাদ ব্যক্ত করেন সুজন সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়