শিরোনাম
◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ১০ 'দুর্বলতা' তুলে ধরলেন পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে বিএনপির সম্ভাব্য শাসনকাল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিএনপির সমালোচনা করে একটি পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য।

‘সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেইজন্যই বিএনপিকে সতর্ক করতে চাই। যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কালপর্বে বাংলাদেশের নেতৃত্বে কল্পনা করি, তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে।

আসেন দেখি সেগুলো কী কী?

১. তরুণদের রিক্রুটমেন্ট নাই। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয়।

২. বিএনপির নিজস্ব মিডিয়া নাই। দলীয় পত্রিকা নাই। বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই।

৩. বিএনপির বুদ্ধিজীবী নাই। যারা আছে তাদের ন্যুনতম পলিটিক্যাল ট্রেনিং নাই।

৪. বিএনপি ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মান করে যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার।

৫. বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল।

৬. বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র। তাই দলের নেতা কর্মীদের উপরে নিয়ন্ত্রণ দুর্বল।

৭. বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই।

৮. বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নাই। তার ভিশন খুব শর্ট টার্ম। সে জানেনা আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে আর সেই দুনিয়ায় তার স্টেইক কী হবে? সে তার জায়গাটা কীভাবে সিকিওর করবে।

৯. বিএনপির মুল নেতৃত্ব অতিশয় বৃদ্ধ। শীর্ষ নেতৃত্বে তারুণ্য নাই।

১০. বিএনপি তার কৌর পলিটিক্সই ডিফাইন করতে পারে নাই এখনো। তার কোন হিস্ট্রিসিজম নাই। তার ইতিহাসে কোন নোঙ্গর নাই যেইখান থেকে সে শক্তি নিবে, বয়ান বানাবে, আগামীর প্রজেকশন করবে।’

বিএনপির আরও কোনো রাজনৈতিক দুর্বলতা থাকলে এই পোস্টের কমেন্টে যুক্ত করতে তার ফলোয়ারদের আহ্বান জানান এই অনলাইন অ্যাক্টিভিস্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়