শিরোনাম
◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৪, ০৩:৩৬ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৪, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপকার বা সুবিধার বিনিময়ে সম্পর্ক টিকে থাকে না

ইমতিয়াজ মাহমুদ

ইমতিয়াজ মাহমুদ: ওদের নামগুলো দেখছিলাম ফেসবুকে নানা জনের পোস্টে-ব্লু ফেইরি লায়লা আর প্রিন্স মামুন। বিস্তারিত জানতাম না, কত রকমের বিচিত্র সব ফেসবুক সেলেব্রিটি আছে, শুধু জানতাম এরাও সেরকমই কিছু একটা হবে। বিস্তারিত ঘটনা জানলাম তসলিমা নাসরিনের পোস্ট দেখে। পরে ব্লু ফেইরির ফেসবুক পেইজে গিয়ে দেখি, ওরে বাবা, এরা তো রীতিমতো নাটক করে ফলেছে নিজেদের জীবনে আর আমাদের মানুষ সেটা প্রাণপভরে উপভোগ করেছে। ওদের টিকটক ভিডিও দেখতে পেলাম না, আমার বোধহয় টিকটক একাউন্ট নেই। এখন ছুটিতে যাচ্ছি, ফিরে এসে খুলব। একটা কম বয়সী নাদুস নুদুস বালক আর একজন বয়স্ক মহিলা দুইজন পরস্পরকে ভালোবেসে একসাথে বাস করতো, এটা তো আমার কাছে খুব অভিনব মনে হচ্ছে না, যেটা খুব অভিনব লাগছে সেটা হচ্ছে যে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ওদের নাচ গান বা ওইসব যাই করেছে টিকটকে সেগুলো দেখেছে আবার ওদের পারস্পরিক সম্পর্ক এবং দৈনন্দিন খানাপিনা থেকে শুরু করে পারস্পরিক ঘরোয়া আলাপ আলোচনা আদর সোহাগ (প্রকাশ্যে অতোটুকু করা যায় আমাদের মিডল ক্লাসের ঘরে) এইসব দেখেছে এবং এগুলি নিয়ে প্রাণবন্ত আলাপ আলোচনা করেছে।

না, দুজন মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি নিয়ে আমার কোনো মন্তব্য নেই। বয়সের পার্থক্য আছে বটে, কিন্তু দুজনই প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক দুজন মানুষের পারস্পরিক সম্পর্ক, সম্পর্কের ভাঙন এইসব নিয়ে বাইরে থেকে কিছু বলা কঠিন। ভালোবাসার সম্পর্কে থাকা দুইজন মানুষের মধ্যে সম্পর্কে যে আসলে কি কারণে ভেঙেছে আর কোথায় কাড় অসন্তোষ সেগুলি বাইরে থেকে বলা কঠিন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুইজন পরস্পরের বিরুদ্ধে যেসব অভিযোগ ইত্যাদি করে সেগুলিও আসলে সবসময় সত্যি না-অনেক সময় ওরা নিজেরাও জানে না। দুজন মানুষের মধ্যে একান্তে ঠিক কোন জায়গাটায় ভাঙন ঘটেছে সেটা বলা কঠিন। হঠাৎ একদিন মন উচাটন হয়ে উঠে, দমবন্ধ অনুভূতি হয়, লাগে যেন কিছু একটা আমাকে জাপটে ধরে রেখেছে, আমি হাত পা ছুড়ছি, বেরিয়ে আসতে চাইছি ইত্যাদি। কেন এরকম হয়? কেউ ঠিকমত বলতে পারে না। পরে ওরা বলতে থাকে, আমি ওর জন্য এটা করেচিহ, সেটা করেছি আর সে কিনা বেইমানি করল। ও ভাই, উপকার করা, সুস্বাদু খাবার খাওয়ানো বা কাউকে খুশি করার জন্যে এসব নানারকম কিছু করার বিনিময়ে আরেকজন একটা সম্পর্কে আটকে থাকবে? 

না, ভালোবাসা চলে গেলেও নিতান্ত কৃতজ্ঞতার কারণে যদি কেউ একটা সম্পর্কে আটকে থাকে সেটা স্বাস্থ্যকর কিছু না। প্রেমে থাকা দুইজনের মধ্যে সম্পর্ক জুড়ে রাখার মতো বৈধ অনুপান কেবল একটাই আছেÑ ভালোবাসা। উপকার বা সুবিধার বিনিময়ে সম্পর্ক টিকে থাকে না-যদি থাকে সেটা আর প্রেম থাকে না। কৃতজ্ঞতার কারণে জীবনভর আনুগত্য বয়ে বেড়ায় কুকুর। মানুষের কাছে কৃতজ্ঞতা কেবল একটি ভার। কেউ যখন কৃতজ্ঞতার খোঁটা দেয়-আমি তো তর জন্য এটা করেছি সেটা করেছি-এটার চেয়ে অপমানজনক খোঁটা আর হয় না। প্রেমের জন্যে কষ্ট করা আনন্দদায়ক, আর কৃতজ্ঞতার বিনিময়ে প্রেম করাও খুব কষ্টের। আসল কথাটায় ফিরি। ব্লু ফেইরি আর গ্রিন মামুনের এসব কাণ্ড ইত্যাদি দেখে আমার একটা উপলব্ধি হয়েছে। আপনারা যারা আমাদের দেশের বেশির ভাগ মানুষকে অতি রক্ষণশীল খড়গহস্ত মনে করেন সেটা সম্ভবত ঠিক না। আমাদের দেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে-মধ্যবিত্ত, উচ্চবিত্ত ও নিম্নবিত্ত সকল অংশেই-যারা মানুষের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে অন্য সকল দেশের মানুষের মতোই উদার ও সহিষ্ণু। না ওইরকম রক্ষণশীলের সংখ্যাই সম্ভবত বেশি, ওরাই সমাজে শোভন সাংস্কৃতিক মানদণ্ড ঠিক করে। কিন্তু লিবারেল লোক অনেক। ব্লু ফেইরি আর গ্রিন মামুনের এইসব দেখে লক্ষ লক্ষ মানুষ, ওরা লিবারেল নয়? এসব ঘটনা নিয়ে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ হওয়া দরকার। আমাদের পণ্ডিতরা নিশ্চয়ই করবেন আরকি। লেখক: আইনজীবী। ১২-৬-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়