শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০২:১০ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূলত পুরুষ, তবে আছে নারীও 

সৈয়দা সাজিয়া আফরিন  

সৈয়দা সাজিয়া আফরিন: কিছু লোককে (বিশেষত পুরুষ তবে নারীও আছে) অশান্তিতে, অসুখে, বিপদে দেখলে সুখে আনন্দে শান্তিতে দুই চোখ বুজে বুজে আসে। মনে হয় আহারে, আরেকটু থাকুক না হয় দুখে। আরেকটু কাঁদুক না হয়। আরেকটু ব্যথা হোক, শিশিরকনার মতো থাকুক যন্ত্রণা। যাদের কথা বলছি তারা নার্সিসিস্ট নয়, শো অফ করে যারা তারাও নয়, অন্যের সুখে যারা হিংসে করে তারাও নয়, যাদের অপমান করে কথা বলার হ্যাবিট আছে এমনকি তারাও নয়। ওরা কারা আসলে? ওরা হলো ক্ষতিকারী প্রাণি। মূলত পুরুষ, তবে আছে নারীও। 

ওরা সামান্য সময় অবসর পেলেই মানুষের ক্ষতি করতে নামে। বলাবলি না, একেবারে করাকরি। এরা নিজেদের আশপাশ, প্রতিবেশি, স্পাউস, স্পাউসের পরিবার, এমনকি নিজের পরিবারেও ক্ষতিসাধন করে। অব্জার্ভ করে দেখলাম। ওরা যখন আপদে থাকে বা সমস্যায় তখন তার চারপাশটায় একটা পিস থাকে। সোজা কথায় ওরা বিপদজনিত ব্যস্ত থাকলেই আশপাশে শান্তি থাকে। অর্থাৎ তারা ক্ষতি করার সময় পায়না। নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এতটুকু শান্তি আশা করতে চাইলে ওদের বেদনা এনজয় করতে পারতে হবে। লেখক: সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়