শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:০৮ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন রিকশাওয়ালা কি দেশকে সার্ভ করে না? 

আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম: আমার বাবা আর্মি অফিসার ছিলেন। সারাজীবন দেশকে সার্ভ করেছেন। বলার ধরনটা দেখেছেন? বলছি আপনাদের প্রিয় ফুড বয়ের কথা। বাবার পক্ষে সাফাই গাইতে গিয়ে এমনভাবে কথা বলছিল, আমার মনে হচ্ছিল একসময় আমারা পড়তাম চোরের মায়ের বড় গলা। এখন মনে হয় পড়তে হবে চোরের ছেলের বড় গলা। এই একই কথা তো বিনয়ের সাথে মাথা নিচু করেও বলা যায়। বাবা টাকা চুরি (পড়ুন ডাকাতি) করেছে। আর তুমি ভিডিওতে এসে মাথা উঁচু করে বলছো আমার বাবা আর্মি অফিসার ছিল। সারা জীবন দেশকে সার্ভ করেছেন। বাবা আর্মি অফিসার থাকলে এত ভাব নিতে হবে কেন? 

একজন রিকশাওয়ালা কি দেশকে সার্ভ করে না? একজন কেরানী কি দেশকে সার্ভ করে না? রিকশাওয়ালা কিংবা কেরানী যদি চুরি বা ডাকাতি করে। তখন তাঁদের ছেলে কি এভাবে মাথা উঁচু করে বলতে পারবে? দেশটা হয়ে গিয়েছে বড়োলোক আর ক্ষমতাবানদের। বাপ চুরি করেছে। সেই চুরির পক্ষে সাফাই গাইবারও এই দেশে লাখ লাখ লোক পাওয়া যাচ্ছে। অথচ সোজা বলা যেত বাবা ভুল করেছেন। সেই ভুলের জন্য আমাকে তো দায়ী করা যায় না। বাবার অন্যায়টা মেনে নিলেই তো হতো। এরাই এই দেশের আদর্শ। এদেরকেই এই দেশ সেলিব্রেট করে।  লাখ লাখ মানুষ এদের মতো হতে চায়। ১৫-৫-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়