শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ১২:৩২ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজেক্ট নেওয়া উচিত ছিল ‘সৎ এবং আলোকিত মানুষ’ তৈরির 

ড. কামরুল হাসান মামুন

ড. কামরুল হাসান মামুন: একটি দেশ সভ্য ও সুন্দর হওয়ার জন্য একটা নির্দিষ্ট থ্রেশোল্ড সংখ্যক বড় মাপের সৎ লেখক, সৎ শিক্ষক, সৎ সাংস্কৃতিক কর্মী, সৎ বুদ্ধিজীবী, সৎ সাংবাদিক, সৎ রাজনীতিবিদ, সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার লাগে। সততা এখন বলদামি হিসাবে দেখা হয়। এখন ‘একটু চালাক না হলে দুনিয়ায় টেকা কঠিন’ সূত্র মেনে চলে। দেশে এখন অসৎ লেখক, অসৎ শিক্ষক, অসৎ সাংস্কৃতিক কর্মী, অসৎ বুদ্ধিজীবী, অসৎ সাংবাদিক, অসৎ রাজনীতিবিদ, অসৎ ডাক্তার, অসৎ ইঞ্জিনিয়ারে কিলবিল করছে। কিছুদিনের জন্য পাসপোর্ট অফিসের ডিজি হয়ে দুর্নীতি করে কোটি কোটি কামিয়ে ফেলে। কারিগরি বোর্ডের ডিজির স্ত্রী দুর্নীতি করে ফেইক সার্টিফিকেট বিক্রি করে সম্পদের পর্বত বানায়। 

কল্পনা করতে পারেন? কিছুদিনের জন্য আইজি হয়ে সম্পদের পাহাড় পর্বত বানিয়ে ফেলে, কিছুদিনের জন্য ওসি, ডিসি, ভিসি হয়েও ক্ষমতার অপব্যবহার করে অপকর্মের পর্বত বানায়। এই দেশ কীভাবে উন্নত হবে? সরকারও মানুষকে সেই পথে আরো বেশি হারে ধাবিত করার জন্য ‘স্মার্ট মানুষ’ তৈরির মেগাপ্রজেক্ট নিয়েছে। অথচ প্রজেক্ট নেওয়া উচিত ছিল ‘সৎ এবং আলোকিত মানুষ’ তৈরির প্রজেক্ট। ফলে বড় মাপের সৎ লেখক, সৎ শিক্ষক, সৎ সাংস্কৃতিক কর্মী, সৎ বুদ্ধিজীবী, সৎ সাংবাদিক, সৎ রাজনীতিবিদ, সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার এখন দেশ থেকে বিলুপ্তির পথে। যারা আছে তারাও মারাত্মক কষ্টে আছে। লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়