শিরোনাম
◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ১২:৩২ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজেক্ট নেওয়া উচিত ছিল ‘সৎ এবং আলোকিত মানুষ’ তৈরির 

ড. কামরুল হাসান মামুন

ড. কামরুল হাসান মামুন: একটি দেশ সভ্য ও সুন্দর হওয়ার জন্য একটা নির্দিষ্ট থ্রেশোল্ড সংখ্যক বড় মাপের সৎ লেখক, সৎ শিক্ষক, সৎ সাংস্কৃতিক কর্মী, সৎ বুদ্ধিজীবী, সৎ সাংবাদিক, সৎ রাজনীতিবিদ, সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার লাগে। সততা এখন বলদামি হিসাবে দেখা হয়। এখন ‘একটু চালাক না হলে দুনিয়ায় টেকা কঠিন’ সূত্র মেনে চলে। দেশে এখন অসৎ লেখক, অসৎ শিক্ষক, অসৎ সাংস্কৃতিক কর্মী, অসৎ বুদ্ধিজীবী, অসৎ সাংবাদিক, অসৎ রাজনীতিবিদ, অসৎ ডাক্তার, অসৎ ইঞ্জিনিয়ারে কিলবিল করছে। কিছুদিনের জন্য পাসপোর্ট অফিসের ডিজি হয়ে দুর্নীতি করে কোটি কোটি কামিয়ে ফেলে। কারিগরি বোর্ডের ডিজির স্ত্রী দুর্নীতি করে ফেইক সার্টিফিকেট বিক্রি করে সম্পদের পর্বত বানায়। 

কল্পনা করতে পারেন? কিছুদিনের জন্য আইজি হয়ে সম্পদের পাহাড় পর্বত বানিয়ে ফেলে, কিছুদিনের জন্য ওসি, ডিসি, ভিসি হয়েও ক্ষমতার অপব্যবহার করে অপকর্মের পর্বত বানায়। এই দেশ কীভাবে উন্নত হবে? সরকারও মানুষকে সেই পথে আরো বেশি হারে ধাবিত করার জন্য ‘স্মার্ট মানুষ’ তৈরির মেগাপ্রজেক্ট নিয়েছে। অথচ প্রজেক্ট নেওয়া উচিত ছিল ‘সৎ এবং আলোকিত মানুষ’ তৈরির প্রজেক্ট। ফলে বড় মাপের সৎ লেখক, সৎ শিক্ষক, সৎ সাংস্কৃতিক কর্মী, সৎ বুদ্ধিজীবী, সৎ সাংবাদিক, সৎ রাজনীতিবিদ, সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার এখন দেশ থেকে বিলুপ্তির পথে। যারা আছে তারাও মারাত্মক কষ্টে আছে। লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়