শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৩, ০১:২৮ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৩, ০২:১২ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

বিএনপি জামায়াতের রাজনীতিতে বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, তবে এই দল দুটি অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করতে গেলে ধরে ধরে কঠোর সাজা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। একই অনুষ্ঠানে ১১টি নতুন ভবন এবং ৬৯টি ছোট-বড় রেল সেতু উদ্বোধন করেন শেখ হাসিনা। সূত্র: রেডিও টুডে

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তাই দেশের জনগণ ২০০৮ সালে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। ২৯টি আসন পাওয়া বিএনপি ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে ২৯টি স্থানে ট্রেনে আগুন দিয়েছে।  সন্ত্রাসী বিএনপি-জামায়াতের বিষয়ে দেশের জনগণকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।  

প্রধানমন্ত্রী বলেন, হত্যা ক্যুর মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে পিছিয়ে দিয়েছে। বিএনপির ধ্বংস আর সন্ত্রাসের পরও পুরো দেশকে রেল নেটওয়ার্কে যুক্ত করতে সরকার কাজ করছে। পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণাঞ্চলে রেললাইন সম্প্রসারণে সরকার কাজ শুরু করেছে।  

সরকারপ্রধান বলেন, বিদেশি উন্নয়ন সহযোগীদের বাধা উপেক্ষা করে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন তিনি। ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানোর ফলে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ হবে।  

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। বিএনপি একটি সন্ত্রাসী দল। এই দলটির কাজই হচ্ছে ধ্বংস করা।  

ঘনবসতির দেশ হিসেবে ট্রেন চলাচলে চালকদের আরও যত্নবান হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়