শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১২:৩০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধী দলের সদস্যদের আপত্তির মুখেই এজেন্সি টু ইনোভেট বিল সংসদে উত্থাপিত

মনিরুল ইসলাম: সরকারি সেবা ডিজিটালে রূপান্তর এবং নাগরিকের জীবনমানে সৃষ্ট সেবা অধিকতর কার্যকর ও টেকসই করতে এজেন্সি টু ইনোভেট (এটুআই) নামে একটি নতুন সংস্থা করা হচ্ছে। এজন্য এজেন্সি টু ইনোভেট ( এটুআই)  বিল-২০২৩ জাতীয় সংসদে তোলা হয়েছে।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিলের বিরোধিতা করে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ বলেছেন, প্রতিমন্ত্রী পলক নতুন নতুন কোম্পানী খুলতে বিল আনছেন। এটা হচ্ছে ঠিক ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর মতো। সমস্ত ব্যবসা বাণিজ্যকে নিজ হাতে নেবার একটা পাঁয়তারা। 

তিনি বলেন, আজ পর্যন্ত আমাদের ট্যাক্স বা ভ্যাট অটোমেশন করতে পারেনি। আপনি যে ট্যাক্স দেবেন তা ঘুষ ছাড়া দেওয়া সম্ভব হবে না। দেশে এখন ঘুষের মালা পরানো হয়েছে। ঘুষ ছাড়া কোন কাজই হয় না। 

প্রতিমন্ত্রী পলকের উদ্দেশ্যে কাজী ফিরোজ বলেন, শুধু প্রধানমন্ত্রীর ওপর চাপিয়ে দিয়ে, বা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাড়িয়ে সব কিছু করবেন এটা তো হতে পারে না। এটা জনগণ বোঝে। আপনি যা বলবেন তা হজম করতে হবে।  তা তো হয় না। 

জববে প্রতিমন্ত্রী পলক বলেন, আমি যে বিলটি উত্থাপন করেছি, এটার কোন জায়গায় কিন্তু বলা নেই, একটা কোম্পানী প্রতিষ্ঠা করা হবে। একটা এজেন্সি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এটা  কোম্পানী গঠনের জন্য আইন নয়, এটা মনে রাখতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়