মনিরুল ইসলাম: একাদশ জাতীয় সংসদের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশন বুধবার ৩১ মে বিকেল ৫ টায় শুরু হবে । এটি এই সংসদের ২৩ তম অধিবেশন। ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হবে ১ জুন। প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে তার সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন।
আগামী বাজেটের আকার ৭ লাখ ৬০ হাজার কোটি টাকার। জাতীয় সংসদে ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শীর্ষক বাজেট বক্তব্য দেবেন অর্থমন্ত্রী। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ গড়ার কথা তুলে ধরবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট ঘাটতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার থাকছে যথাক্রমে আড়াই লাখ কোটি টাকার বেশি। মোট দেশজ উৎপাদনের (জিডিপির) প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ আর মূল্যস্ফীতির বার্ষিক হারের লক্ষ্য থাকবে ৬ দশমিক ৫ শতাংশ। নতুন অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫ লাখ কোটি টাকা, যার মধ্যে এনবিআরকে আদায় করতে হবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা বলে জানা গেছে।
এদিকে, সংসদ অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অধিবেশন কতো কার্যদিবস চলবে তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মূলত বাজেট অধিবেশন দীর্ঘ হয়।
এ বছর অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগে বাজেট পাস হবে। জুন মাসের শেষ দিকে ঈদুল আজহা উদযাপনের কারণে বাজেট পাস আগেভাগে হবে।২৫ জুন বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
গত ১৪ মে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন রোববার বিকালে একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
এমআই/এএ