সুজন কৈরী: [২] বুধবার রাতে খিলগাঁও গভঃস্টাফ কোয়ার্টার এলাকা থেকে ডিএমপি’র গোয়েন্দা গুলশান বিভাগ ২৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করে। তারা হলেন- ফরহাদ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান ও সালাউদ্দিন।
[৩] পুলিশ জানায়, কুমিল্লা থেকে পিকআপে গাঁজা নিয়ে ঢাকায় আসার তথ্যে গভঃস্টাফ কোয়ার্টার জামে মসজিদের বিপরীত পাশে অভিয়ান চালানো হয়। এসময় ব্যারিকেড দিয়ে কাক্সিক্ষত পিকআপটি থামিয়ে তা তল্লাশি করে গাঁজা উদ্ধার ও চারজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
[৪] এদিকে র্যাব-৩ এর অভিযানে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ জমসেদ আলম (২৩) নামের একজনকে আটক করা হয়েছে।
[৫] র্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রী সেজে কুমিল্লা থেকে যাত্রবাহী বাসে করে ঢাকায় গাঁজার চালান আনছে বলে তথ্য পেয়ে বুধবার রাতে বন্দর এলাকায় চেকপোষ্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম চালায়। এসময় জমসেদকে আটক ও তার দুই হাতে থাকা দুটি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় লুকানো অবস্থায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।