শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৪ মে, ২০২২, ০২:০৯ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২২, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে কোনো মাঙ্কিপক্স রোগী নেই

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ বলেছেন, এই মূর্হুতে দেশে কোন মাঙ্কিপক্স আক্রান্ত রোগী নেই। উপাচার্য আরো বলেছেন, তবে এই রোগের উপসর্গ নিয়ে কেউ হাসপাতালে গেলে তাকে আলাদা ওয়ার্ডে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

[৩] মঙ্গলবার দুপুরে তিনি আরও বলেন, বিএসএমএমইউতে কোনো রোগী আসলে তাকেও আইসোলেশনে রাখার কথা জানান উপাচার্য। ডা. শারফুদ্দীন আহমেদ বলেন, এমন রোগীকে ন্যূনতম ২১ দিন আইসোলেশনে রাখতে হবে। মাঙ্কিপক্স রোগে মৃত্যুহার খুবই কম জানিয়ে ডা. শারফুদ্দীন বলেন, মাঙ্কিপক্স রোগীর যন্ত্রণা খুব বেশি। সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

[৪] বিএসএমএমইউ’র উপাচার্য বলেন, করোনার সময়ে যেভাবে জিনোম সিকোয়েন্সিং করেছি, মাঙ্কিপক্সের কোনো রোগী পেলে ঠিক তাই করা হবে। আমরা পিসিআরের ব্যবস্থা করেছি। ডিএনএ ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের ব্যবস্থাও করেছি। আমরা এমন রোগী পেলে ২১ দিন পর্যন্ত আইসোলেশনে রাখবো।

[৫] গতকাল সোমবার কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে একজন মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন উপাচার্য। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়