সালেহ্ বিপ্লব: ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ড. ইউনূসের সমর্থনে ৪০ বিশ্ব নেতার বিবৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়।
তিনি বলেন, এটা বিবৃতি নয়। বিজ্ঞাপন। ৪০ জনের নাম ব্যবহার করা হয়েছে। বিশেষ একজন ব্যক্তির পক্ষে। উত্তর কী দেবো, জানি না; তবে আমার প্রশ্ন আছে। ৪০ জনের নাম খয়রাত করে এটা দিতে হলো কেনো? তাও আবার বিদেশের কাগজে!
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে আইন আছে। বিচার বিভাগ স্বাধীন। শ্রম আদালত আছে। আইন ভঙ্গের মামলা হলে তো সরকারপ্রধান হিসেবে আমার কিছু করার নেই। আমি আর কী বলবো, শুধু স্মরণ করিয়ে দিলাম; পদ্মা সেতু করে ফেলেছি।
এসবি/এএ