শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৩, ১০:০৫ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৩, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনস্টেবল নিয়োগ নিয়ে সতর্ক করল পুলিশ হেডকোয়ার্টার্স

পুলিশ হেডকোয়ার্টার্স

মাসুদ আলম: ২০২২ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ হেডকোয়ার্টার্স। এ পদে চাকরি পেতে কোনো প্রতারণা চক্রের ফাঁদে পা দেওয়া থেকে সতর্ক থাকতে বলা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, এবছরের ৫ ফেব্রুয়ারি কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে সাতটি ধাপে সম্পন্ন করা হচ্ছে। এ সংক্রান্তে বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যেতে পারে।

আরও জানায়, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে কোনো প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি দেওয়ার মাধ্যমে চাকরি পেয়ে থাকেন। 
প্রতারকচক্র কর্তৃক কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন-ফাঁদে পা না দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোনো ব্যক্তি কর্তৃক কোনো ধরনের প্রতারণার কৌশল অবলম্বনের খবর পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়