শিরোনাম
◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ২২ মে, ২০২২, ১০:২০ রাত
আপডেট : ২৩ মে, ২০২২, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২২ মে) সন্ধ্যায় টিএসসির বাইরের চত্বরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

এ হামলায় আহতদের মধ্যে রয়েছেন ঢাবি ছাত্রদরের আহ্বায়ক কমিটির সদস্য মানছুরা আক্তার ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের কর্মী আতিক মুর্শেদ। টিএসসির বাইরের চত্বরের পশ্চিম পাশে যেখানে ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত আড্ডা দেন সেখানে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা অন্যান্য দিনের মতো আড্ডা দিচ্ছিলেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা পায়রা চত্বরের দিকে যাওয়ার সময় কিছু নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে। তবে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ না করেই টিএসসির বিভিন্ন জায়গায় পালিয়ে যান। 

পরে ছাত্রদলের কয়েকজন কর্মী সাংবাদিক সমিতির দিকে আশ্রয় নিতে গেলে সেখানেও হামলার শিকার হন তারা। হামলার পর বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, স্ট্যাম্প নিয়ে টিএসসিতে জড়ো হন। ছাত্রদলের ওপর হামলার পক্ষে স্লোগান দেন তারা। 

প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসিতে অবস্থান করছিলেন। তবে ছাত্রদল পাল্টা কোনো হামলা করেনি।

ছাত্রদল নেত্রী মানছুরা আক্তার জানান, বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। টিএসসিতে বসে থাকা অবস্থায় তারা আতিককে হেলমেট দিয়ে পিটিয়েছে। লাঠিসোটা নিয়ে হামলা করে আমাকেও মেরেছে ওরা।

ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক আক্তার হোসেন জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আমাদের বেশ কিছু জন নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আতিক মোর্শেদ। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা হামলার প্রতিবাদে কর্মসূচি দেবো। খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়