শিরোনাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০২ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল

কূটনৈতিক প্রতিবেদক: কূটনৈতিক প্রতিবেদক: ঢাকা সফরে এসেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের দায়িত্বশীল প্রতিনিধি ও ঢাকায় মালয়েশিয়া হাইকমিশন।

দুই দিনের এ সফরে রোববার মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্যে দিয়ে চলমান শ্রমবাজার সংকট সমাধানসহ অবৈধদের বৈধতায় বড় সুযোগ হিসেবেই দেখছেন সরকারের সংশ্লিষ্ট অংশীজনেরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বলছে, বৈঠকে অবৈধ বাংলাদেশিদের বৈধতার পাশাশি চলমান সংকট নিরাসণে গুরুত্ব দিবেন তারা। বিশেষ করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় সকল এজেন্সির জন্য উন্মুক্ত করণ, সিন্ডিকেটের কবল থেকে শ্রমবাজরকে মুক্ত রাখা ও কর্মীদের স্বার্থ সংরক্ষণে জোর দেওয়া হবে। এ সফর বাংলাদেশ-মালয়েশিয়া দ্বি-পাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরো গতি সঞ্চারে সহায়ক হবে।

বিশেষ করে মধ্যস্বত্বভোগী চক্রের বাধা দূর হওয়া নিয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে তিনি বলেছেন, মালয়েশিয়ার আমরা যে কর্মী পাঠাই, এগুলোতে অনেক সময় উল্টো-পাল্টা কাজ হয়। আশাকরি, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে সেগুলো দূর হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে এসব বিষয় সুরাহা করার জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। এর ফলে বাংলাদেশ থেকে কর্মীরা হয়তো স্বল্প খরচেই মালয়েশিয়া যেতে পারবেন।

সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এর সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে ২৫ জানুয়ারি বৈঠক করেন। সম্পাদনা: এল আর বাদল

টিআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়