শিরোনাম
◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৪ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

কূটনৈতিক প্রতিবেদক: শ্রীলঙ্কা সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দেশটির প্রধানমন্ত্রী দিনেশ গুনেওয়ারদানার সঙ্গে সাক্ষাত করেছেন। এসময় তারা দুই দক্ষিণ এশীয় প্রতিবেশীর মধ্যে চলমান সেক্টরাল সহযোগিতা আরও বাড়ানোর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে টেম্পল ট্রিসে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় তারা বিশেষ করে বাণিজ্য সহজীকরণ, ব্যবসা ও বিনিয়োগ, পর্যটন ও সংযোগের ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরির দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। সন্ধ্যায়, পররাষ্ট্রমন্ত্রী মর্যাদাপূর্ণ 'লক্ষ্মণ কাদিরগামার স্মারক বক্তৃতা' শিরোনামে "শেয়ারড প্রসপারটি: এ ভিশন ফর সাউথ এশিয়া" প্রদান করেন।

পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সম্মিলিত আকাঙ্ক্ষা এবং যৌথ সমৃদ্ধির জন্য দক্ষিণ এশিয়া সম্মিলিতভাবে যে লক্ষ্যগুলি অনুসরণ করতে পারে সে সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ভাগ তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী পারফরমিং আর্ট সমন্বিত ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স হলে একটি সাংস্কৃতিক উৎসব "লঙ্কারলঙ্কা" তে অংশগ্রহণ করেন।

শ্রীলঙ্কার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে অংশগ্রহণের জন্য দেশটিতে সফর করছেন ড. মোমেন।

৪ ফেব্রুয়ারি সকালে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সফরে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সাথেও সাক্ষাৎ করবেন। এছাড়া শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবার কথা রয়েছে।

টিআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়