শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাস-লাঠির প্রদর্শনী আমরা চাই না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী

মনজুর এ আজিজ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, লাঠির প্রদর্শনী, ডাকাডাকির প্রদর্শনী, আগুনের প্রদর্শনী, সন্ত্রাসের প্রদর্শনী, হুমকির প্রদর্শনী এগুলো আমরা চাই না। বরং যে প্রদর্শনী আমি উদ্বোধন করতে এসেছি সেটি খুব ভাল। এটি সকলেল নিরাপত্তার প্রদর্শনী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইলেক্ট্রিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইসাব) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।  

এম এ মান্নান বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ৮ অক্টোবর থেকে প্রতি শনিবার(১৯ নভেম্বর) বিভাগীয় শহরে সমাবেশ করছে বিএনপি। এর অংশ হিসেবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় সমাবেশের কর্মসূচি রয়েছে দলটির। নয়াপল্টনের এই সমাবেশ আয়োজন নিয়ে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে পরিকল্পনামন্ত্রী এমন কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এবং ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈসাব সভাপতি জহির উদ্দিন বাবর। সার্বিক তত্বাবধানে ছিলেন, ইসাবের সেক্রেটারি জেনারেল এম মাহমুদুর রশিদ। 

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। ৩০টি দেশ থেকে সরবরাহকারী ও উৎপাদকরা তাদের পণ্য প্রদর্শন করছে। প্রদর্শনীতে ২৫টি প্যাভেলিয়ন ও ৫০টি বিভিন্ন ধরনের বুথ রয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলমান এই প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া বিভিন্ন বিষয়ে ২৫-২৬ নভেম্বর সকাল-বিকাল কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মন্ত্রী, সরকারের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ স্ট্রেক হোলডাররা উপস্থিত থাকবেন। 

এমএএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়