শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাস-লাঠির প্রদর্শনী আমরা চাই না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী

মনজুর এ আজিজ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, লাঠির প্রদর্শনী, ডাকাডাকির প্রদর্শনী, আগুনের প্রদর্শনী, সন্ত্রাসের প্রদর্শনী, হুমকির প্রদর্শনী এগুলো আমরা চাই না। বরং যে প্রদর্শনী আমি উদ্বোধন করতে এসেছি সেটি খুব ভাল। এটি সকলেল নিরাপত্তার প্রদর্শনী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইলেক্ট্রিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইসাব) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।  

এম এ মান্নান বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ৮ অক্টোবর থেকে প্রতি শনিবার(১৯ নভেম্বর) বিভাগীয় শহরে সমাবেশ করছে বিএনপি। এর অংশ হিসেবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় সমাবেশের কর্মসূচি রয়েছে দলটির। নয়াপল্টনের এই সমাবেশ আয়োজন নিয়ে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে পরিকল্পনামন্ত্রী এমন কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এবং ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈসাব সভাপতি জহির উদ্দিন বাবর। সার্বিক তত্বাবধানে ছিলেন, ইসাবের সেক্রেটারি জেনারেল এম মাহমুদুর রশিদ। 

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। ৩০টি দেশ থেকে সরবরাহকারী ও উৎপাদকরা তাদের পণ্য প্রদর্শন করছে। প্রদর্শনীতে ২৫টি প্যাভেলিয়ন ও ৫০টি বিভিন্ন ধরনের বুথ রয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলমান এই প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া বিভিন্ন বিষয়ে ২৫-২৬ নভেম্বর সকাল-বিকাল কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মন্ত্রী, সরকারের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ স্ট্রেক হোলডাররা উপস্থিত থাকবেন। 

এমএএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়