এম এম লিংকন: প্রতবিন্ধী ব্যক্তরিা আমাদরে সম্পদ মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদে বলনে, তাদরে পুর্নবাসনে কাজ করছে সরকার । বুধবার (২৩ নভম্বের) বাংলাদশে রহ্যিাবলিটিশেন কাউন্সলিরে আয়োজনে রাজধানীর জাতীয় প্রতবিন্ধী উন্নয়ন ফাউন্ডশেনে এক র্কমশালায় এ কথা বলনে তনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়রে সচবি জাহাঙ্গীর আলমরে সভাপতিত্বে অনুষ্ঠানে বশিষে অতিথি ছলিনে সমাজকল্যাণ প্রতমিন্ত্রী আশরাফ আলী খান খসরু ।
র্বতমান সরকার প্রতবিন্ধী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য ব্যাপক পরসিরে র্কমসূচি বাস্তবায়ন করছে উল্লখে করে নুরুজ্জামান আহমদে বলনে,বভিন্নি ধরণরে থরোপি সবোসহ তাদরে পুর্নবাসনরে মাধ্যমে স্বাভাবকি জীবন নিশ্চিতে গঠন করা হয়ছেরেহ্যিাবলিটিশেন কাউন্সলি ।
মন্ত্রী আরও বলনে, রহ্যিাবলিটিশেন কাউন্সলি বধিমিালা প্রণীত হলে এ আইন বাস্তবায়নে গতরি সঞ্চার হবে মন্তব্য করে মন্ত্রী আরো বলনে, দেশের এ সংক্রান্ত দক্ষ পশোজীবী তরৈরি পাশাপাশি এ খাতে শৃঙ্খলাও আসবে।
এমএল/এএ