শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ১১:৩৪ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি: ঢামেক

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কদমতলীতে বাসার ছাদ থেকে পড়ে পলিটেকনিক্যালের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা যায়, খালার বাসায় বেড়াতে গিয়ে এই দূর্ঘটনার শিকার হন আমিন হোসেন রাজু (২০) নামে ওই শিক্ষার্থী। তিনি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

শুক্রবার (১৩ মে)  রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর রাত ন’টায় তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 

মৃতের নানা মো. মান্নান জানিয়েছেন, দু-এক দিন আগে তারা কদমতলীর শনির আখড়া জাপানি বাজার বেড়াতে এসেছিল তারা। সেখানে ভবনটি ৫ম তলা। তবে কয় তলা থেকে নিচে পড়েছে, নিশ্চিত হয়ে বলতে পারেন নি । 

চাঁদপুর জেলার  কচুয়া উপজেলার জামাল মিয়ার ছেলে রাজু। বর্তমানে খিলক্ষেত এলাকায় পরিবারের সাথে থাকতেন। তিন বোন এক ভাই এর মধ্যে তিনি ছিলেন মেজো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়