শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:২২ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের রাইজিং সান সন্মাননা পেলেন ডাক্তার এখলাছুর রহমান

সন্মাননা গ্রহণ করছেন ডাক্তার মোঃ এখলাসুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক: জাপানি নাগরিকদের সহায়তা করা এবং চিকিৎসা ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য জাপানের ‘দি অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেস’ সন্মাননায় ভূষিত হয়েছেন ডাক্তার মোঃ এখলাসুর রহমান। 

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বৃহস্পতিবার তার বাস ভবনে আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারের তরফে এ সন্মাননা ডাক্তার মোঃ এখলাসুর রহমানের হাতে তুলে দেন।

ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, এখলাসুর রহমান ইয়ামাগাটা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের পরিচালক। তিনি ১৪ তম বাংলাদেশী এবং প্রথম বাংলাদেশী ডাক্তার হিসাবে জাপান সরকারের কাছ থেকে সম্মাননা লাভ করেন।

সন্মাননা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশে জাপানি নাগরিকদের জাপানি মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান এবং চিকিৎসা ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য এখলাসুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৯৬ সালে ইয়ামাগাটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনে এবং জাপানের ইয়ামাগাটা সাইসেইকাই হাসপাতালে একজন ক্লিনিক্যাল ফেলো হিসেবে কাজ করেন।

ড. রহমান ১৯৯৭ সালে ঢাকায় তার নিজস্ব হাসপাতাল খোলেন যাতে জাপানি ভাষায় দক্ষতার সাথে জাপানি-মানের চিকিৎসা প্রদান করা যায়। যা জাপানি সম্প্রদায়কে ব্যাপকভাবে উপকৃত করেছে। জাপানি ও বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে বিনিময় কর্মসূচির পাশাপাশি তরুণ বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে চিকিৎসা সেবার উন্নতি এবং ক্লিনিক্যাল স্টাফদের ক্ষমতায়নেও অবদান রেখেছেন।

ইয়ামাগাটা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে জাপানের একজন নিবন্ধিত নার্স কোবায়াশী রেইকোকে বাংলাদেশে জাপানি সম্প্রদায়ের প্রতি সমর্থন এবং বাংলাদেশে জাপানের নার্সিং অনুশীলনের প্রসারের প্রচেষ্টার জন্য রাষ্ট্রদূত ইতো তাকে ‘দ্য কম্যান্ডেশনস অফ অ্যাম্বাসেডর’ প্রদান করেন। এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়