শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৬ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব হলেন শিপলু জামান

শিপলু জামান

কূটনৈতিক প্রতিবেদক: রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপ-প্রেস সচিব হিসেব নিযুক্ত হয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (৫ম গ্রেড) মুহা. শিপলু জামান। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তথ্য ক্যাডারের ২৪ তম বিসিএসের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে ন্যস্ত করেছে।

জীবনে শিপলু জামান এর আগে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের ডেপুটি প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার এবং সিনিয়র তথ্য অফিসারের দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া জাপানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা, চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক, রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব ও সহকারী পরিচালক (সংযুক্ত), গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক, গাজীপুর ও কক্সবাজার জেলা তথ্য অফিসেও বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) স¤পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), মাস্টার্স অফ পপুলেশন সায়েন্সেস (এমপিএস), ডিপ্লোমা ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল রিলেশনের উপর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। 

এছাড়া জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকেও অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন শিপলু জামান। স্ত্রী ও এক সন্তানের জনক তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়