শিরোনাম
◈ সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া ◈ এক লাখ ৪০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ তিন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে স্কুল কর্তৃপক্ষ ◈ বাংলাদেশ ব্যাংকে শালীন ও পেশাদার পোশাকের নির্দেশনা, নারী-পুরুষ কর্মীদের জন্য স্পষ্ট বিধি ◈ আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে: জামায়াত আমির (ভিডিও) ◈ যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◈ আই‌সি‌সির টি-‌টো‌য়ে‌ন্টি বো‌লিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ ◈ ঢাকায় পি‌সি‌বির সভাপ‌তি, ভারত ও শ্রীলঙ্কা ছাড়াই বৃহস্প‌তিবার  শুরু হ‌চ্ছে এসিসির সভা ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ২২ মরদেহ হস্তান্তর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০২:০৪ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি: তিন ধাপ এগিয়ে ৯৪তম স্থানে

শক্তিশালী পাসপোর্ট সূচকে ভারত ৭৭ , পাকিস্তান ৯৬, বাংলাদেশ কত

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম, যেখানে গত বছর ছিল ৯৭তম। অর্থাৎ, বাংলাদেশি পাসপোর্টের ভ্রমণ সুবিধা কিছুটা বেড়েছে।

ইনডেক্স অনুযায়ী, এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত এই পাসপোর্ট ইনডেক্সটি বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এতে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে।

উল্লেখ্য, এ তালিকায় ভারতের অবস্থান ৭৭ ও পাকিস্তানের অবস্থান ৯৬

শীর্ষ দেশগুলো:

১ম অবস্থান: সিঙ্গাপুর – ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার।

২য় অবস্থান: জাপান ও দক্ষিণ কোরিয়া – ১৯০টি দেশ।

৩য় অবস্থান: ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন – ১৮৯টি দেশ।

৪র্থ অবস্থান: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন – ১৮৮টি দেশ।

৫ম অবস্থান: গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড – ১৮৭টি দেশ।

৬ষ্ঠ অবস্থান: যুক্তরাজ্য – ১৮৬টি দেশ।

৭ম অবস্থান: অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড – ১৮৫টি দেশ।

৮ম অবস্থান: কানাডা, এস্তোনিয়া, সংযুক্ত আরব আমিরাত – ১৮৪টি দেশ।

৯ম অবস্থান: ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া – ১৮৩টি দেশ।

১০ম অবস্থান: আইসল্যান্ড, লিথুনিয়া ও যুক্তরাষ্ট্র – ১৮২টি দেশ।

এই সূচক অনুযায়ী, পাসপোর্টের বৈশ্বিক শক্তিমত্তায় বাংলাদেশ এখনো পিছিয়ে থাকলেও ধাপে ধাপে অগ্রগতি হচ্ছে, যা ভ্রমণ ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য ইতিবাচক ইঙ্গিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়