শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৫:১৬ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেছেন প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠক ছিলো নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। ওই বৈঠকে সংসদ নির্বাচনের সময় ও তারিখ নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সাথে গত ২৬শে জুন সিইসি সাক্ষাৎ করেছিলেন। এ সময় তাদের মধ্যে একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছ তা প্রকাশের দাবি করেছিলো বিভিন্ন রাজনৈতিক দল।

এ সম্পর্কিত প্রশ্নের জবাবে সিইসি বলেছেন, দলীয় সরকার ক্ষমতায় থাকলে তখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকার প্রধানের সাক্ষাৎ হয় না। “কিন্তু এখানে আমি যেমন নিরপেক্ষ, উনিও তেমন নিরপেক্ষ। এটা ছিলো সৌজন্য সাক্ষাৎ।”

“কোনো এজেন্ডা নিয়ে আলোচনায় যাইনি। তবে কথা প্রসঙ্গে নির্বাচন নিয়ে আসাটাই তো স্বাভাবিক। উনি জানতে চেয়েছেন যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের প্রস্তুতি আছে কিনা। আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি, যাতে সরকার যখন চায় তখন যেন নির্বাচনটা করতে পারি,” বলেছেন তিনি।

সিইসি বলেন নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তার কোনো আলোচনা হয়নি। “নির্বাচনের তারিখ ও শিডিউল নির্বাচন কমিশন থেকে সময়মতো জানতে পারবেন। সময় আসলে আমরা জানাবো। একটু অপেক্ষা করতে হবে।”

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের সব প্রস্তুতি এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে।

“এখন পর্যন্ত ফোকাস জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। উনি জাতীয় নির্বাচনের কথাই বলেছেন,” বলেছেন তিনি।

নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল করেছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। ফ্যাসিস্ট রেজিম আমাদের নিয়োগ দিয়ে যায়নি। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা নিয়োগ প্রাপ্ত”।

তিনি বলেন, এখন সবার প্রত্যাশা একটাই- কখন নির্বাচন হয়। নির্বাচনের মাস দুয়েক আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয় বলেও জানিয়েছেন তিনি। উৎস: বিবিসি বাংলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়