শিরোনাম
◈ ভারত-পাকিস্তান সংকটে ইউনূসের সতর্ক কূটনীতি ◈ নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেফতার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা বিএনপি ও এনসিপি! ◈ কলমবিরতি বনাম কাঠামো পরিবর্তন: এনবিআর বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি ◈ অঙ্কনের দারুণ ইনিংস স‌ত্বেও নিউ‌জিল‌্যা‌ন্ডের কা‌ছে ৭০ রানে হারলো বাংলা‌দেশ  ◈ ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা : বাংলাদেশ ব্যাংক ◈ ইন্টারনেটের দাম কমাচ্ছে সরকার : আসিফ মাহমুদ ◈ ৭ কলেজের শিক্ষার্থীদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি (ভিডিও) ◈ আওয়ামী লীগের সমর্থক হলেও বিএনপিতে আসতে পারেন, যদি দোসর না হন: আমীর খসরু (ভিডিও) ◈ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, এলাকাগুলো হলো

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৪:২০ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, নগর ভবনের সামনে পুনরায় অবস্থান নিলেন ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপির ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধার মুখে পড়েছেন তার সমর্থকরা। বাধার মুখে তারা পুনরায় নগর ভবনের সামনে এসে অবস্থান নেয়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে।

এর আগে শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সেখানে প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি।

বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা নগর ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। মিছিলটি গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে সচিবালয়ের প্রবেশমুখে পৌঁছায়। তবে সেখানে পুলিশের ব্যারিকেডে আটকে যায় মিছিল।

জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট এবং শিক্ষা ভবনের সামনে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ব্যারিকেডের সামনে কিছু সময় স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা পরে পুনরায় নগর ভবনের সামনে ফিরে যান এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

এক বিক্ষোভকারী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের দাবি জানাতে গিয়েছিলাম, কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ রোধ করা হয়েছে। আমরা কোনো বিশৃঙ্খলা করিনি।

আন্দোলনকারীরা জানান, দুপুর ২টা পর্যন্ত তারা নগর ভবনের সামনেই অবস্থান করবেন এবং এরপর নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

এই আন্দোলনে আজও একাত্মতা প্রকাশ করেছে ডিএসসিসির সাধারণ কর্মচারীরা। সকাল থেকেই তারা সব কার্যক্রম বন্ধ রেখে নগর ভবনের নিচতলায় মঞ্চ বানিয়ে অবস্থান নেন এবং গেটগুলোতে তালা ঝুলিয়ে দেন।

সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাদের মতে, ইশরাক হোসেন ঢাকাবাসীর স্বপ্নের প্রতীক এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তাকে মেয়র হিসেবে দেখতে চান অনেকেই।

এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে আজকের সচিবালয় অভিমুখে কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়