শিরোনাম
◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:২৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আহ্বান

‌‘পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে’

গত ১৫ বছর ধরে পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে পুলিশকে জনগণের আস্থা অর্জনে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ বছর ধরে পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালনের ফলে তারা বহুবার জনরোষের শিকার হয়েছে। দেশের মানুষের ন্যায়বিচার ও অধিকার রক্ষায় পুলিশের এখন দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএমসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

তিন দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিনেই দেশের ৬২ জন কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ পুলিশের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য— “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— যা একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও পেশাদার পুলিশ বাহিনীর লক্ষ্যের প্রতিফলন বলে উল্লেখ করেন বক্তারা।

প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল— রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে পুলিশের উচিত হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশীদার হওয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়