শিরোনাম
◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর?

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ০৫:৩০ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

বাড্ডায় দুটি মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার 

মাসুদ আলম : রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুটি মোটরসাইকেল ও তিনটি চাকুসহ পেশাদার দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম-  মো. তৈয়বুর মিয়া (২১) ও  সানি আহমেদ সামির (২০)। এ সময় তাদের কাছ হতে ছিনতাই করার কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও তিনটি চাকু উদ্ধার করা হয়।

রোববার  বাড্ডা থানাধীন উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার বাড্ডা থানা সূত্রে জানা যায়, রোববার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশে উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তৈয়বুর ও সানিকে গ্রেফতার করে। এ সময় তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের কাছ হতে দুটি মোটরসাইকেল ও তিনটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা  করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত তৈয়বুর ও সানি পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে বাড্ডা ও আশেপাশের এলাকায় ছিনতাই করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় চুরি, মাদক, ধর্ষণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়