শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি, যা বললেন প্রেস সচিব (ভিডিও)

মনিরুল ইসলাম  : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি বরাদ্দে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অস্বীকার করেছেন। 

তিনি বলেন, পিরোজপুরের ডিসি অফিস দ্বারা পাঁচটি বাস রিক্যুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি।

শনিবার  বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুরু বলেন,  নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না। এই বিষয়টি জানতে প্রেস সচিবকে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি এসব কথা বলেন।

অভিযোগ ছিলো , রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ওই অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি বাস রিক্যুইজিশন দেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, পবিত্র রমজানে পণ্যের মূল্য কীভাবে সহনীয় করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে। 

তিনি বলেন, আগের রোজা থেকে এবারের নিত্যপণ্যের মূল্য কম। পুরো রোজায় খাদ্যপণ্যের দাম কীভাবে সহনীয় রাখা যায়, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। তেল আমদানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সয়াবিন তেলের বাজার মনিটর করা হচ্ছে। সহসা দাম সহনশীল হবে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন,পাবনায় সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অতিরঞ্জিত। 
 পাঁচটি পরিবহনে ডাকাতি হয়েছে। ১০ মিনিটে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়