শিরোনাম
◈ ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি  ◈ খালেদা জিয়া ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন : যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি ◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্ক আলোচনা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন ◈ শিক্ষক-সাংবাদিকের ওপর হামলায় ১০ ছাত্রী শিক্ষার্থী বহিষ্কার ◈ রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত  ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মেহেদী মিরাজ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

১৯ মামলার আসামি ও  মাদক কারবারি আজগর ইয়াবাসহ গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৯টি মাদক মামলার আসামি, চিহ্নিত পেশাদার মাদক কারবারি আজগর (৪৫)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার  বিকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার একটি টহল টিম সোমবার বিকেলে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লকের গলিতে মাদক বিক্রয় করছে।

এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি বিকেলে সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আজগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ  থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আজগর একজন পেশাদার চিহ্নিত মাদক কারবারি। গ্রেফতারকৃত আজগরের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়