শিরোনাম
◈ বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের ◈ ভুল করবেন না, কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন ◈ বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল ◈ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করবে ভারত, জোড়া দাবি তুলবে নয়া‌দি‌ল্লি!  ◈ বিএনপি নেতার হুমকি কে পাত্তা না দিয়ে উল্টো ধমকালেন বকশীগঞ্জ থানার ওসি (ভিডিও) ◈ পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল! ◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রেস উইং

মনিরুল ইসলাম: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরই খসড়া তৈরি করা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরই তৈরি করা হবে খসড়া। ঘোষণাপত্র নিয়ে শিগগিরই অগ্রগতি জানানো হবে । আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলেও জানান তিনি।

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

শফিকুল আলম বলেন, গত ১৬ বছরের সব দুর্নীতি-অনিয়ম নিয়ে কাজ করছে সরকার। রাতের ভোটের কুশীলবরা কিভাবে পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, সাগর-রুনির হত্যা মামলা রি ওপেন করা হয়েছে। পিবিআই কাজ করছে। পিবিআই এর কাজ নিয়ে আশাবাদী। প্রচুর শ্রম দেওয়া হচ্ছে এই হত্যা মামলার রহস্যের জট খোলার জন্য।

এসময় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে শফিকুল আলম বলেন, গত ৫ মাসে মিডিয়া যতটুকু ফ্রি ছিলো তা ইতিহাসে ছিল না। বিটিভির নিউজকে আরও বড় আকারে প্রচারের পরিকল্পনা রয়েছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বিটিভির নিউজ বা অনুষ্ঠান পরিচালনার আশা জানান তিনি। 

সাইবার সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করছে সরকার। সাইবার সুরক্ষা আইন নিয়ে উপদেষ্টা কাজ করছেন। সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়