শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩০ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কারকাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও এসময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেখানেই জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে এ মন্তব্য করেছেন ড. ইউনূস।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ দ্রুততম সময়ে সংস্কার সম্পন্ন করা এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা। তিনি স্পষ্ট করে এও বলেন, ‘ব্যর্থতা এমন একটি জিনিস, যা আমরা মেনে নিতে পারবো না।’

প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে শেখ হাসিনার সরকার পতনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিক্ষার্থীদের কথা তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের কিছু সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন এই বিপ্লবের সময়ে। এসময় ড. ইউনূস নীতি প্রণয়নে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া ড. ইউনূস বাংলাদেশের বৃহত্তমদাতা দেশ জাপানের সমর্থন প্রত্যাশা করেছেন। ইউনূস উল্লেখ করেন, ‘এই অত্যন্ত সংকটময় সময়ে’ বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়