শিরোনাম
◈ ঠাকুরগাঁও-২ এর সাবেক সাংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন গ্রেফতার ◈ গাজীপুরে পোশাক কারাখানার গোডাউনে আগুন দিয়েছেন শ্রমিকরা (ভিডিও) ◈ বাংলাদেশের যেকোনও সরকারের সাথে কাজ করতে আগ্রহী ভারত, জানালেন রাহুল গান্ধী ◈ ট্রাম্প–কমলার প্রথম বিতর্ক কেমন ছিল?  ◈ আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, আমরা সহায়তা চাই: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ◈ ফের সমাবেশের ডাক দিল বিএনপি ◈ ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি ◈ নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল ◈ এক মাসের মধ্যেই আওয়ামী মানসিকতার লোকদের দমন করা হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ অবশেষে অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর কারণ জানা গেল, চার্জশিট দাখিল 

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৪, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমিত পরিসরে সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ সদস্যরা

মাসুদ আলম : প্রায় ছয়দিন পর রাজধানী ঢাকার কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ধীরে ধীরে ঢাকার সব সড়কে কাজ শুরু করবেন তারা।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

আইজিপি বলেন, আমাদের ট্রাফিকে জনবলের সমস্যা নেই। এরইমধ্যে ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। ধীরে ধীরে সব সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন।

তিনি বলেন, এসব সড়কে শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটের সদস্যরাও রয়েছেন। ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে যেন শিক্ষার্থীদের কোনো ভুলভ্রান্তি না হয় সেজন্য ছাত্র সমন্বয়কদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট চাকরি ক্ষেত্রে যেন মূল্যায়ন হয়।

এম সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রং কিনে দেওয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এই চাইতে ভালো উদাহরণ হতে পারে না। সূত্র :  জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়