শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করায় সাউন্ড গ্রেনেড-টিয়ারগ্যাস নিক্ষেপ: ডিএমপি

সুজন কৈরী: [২] বহিরাগত মারমুখী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করায় তাদেরকে ছত্রভঙ্গ করতে কিছু সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

[৩] বুধবার রাত পৌনে ৮টার দিকে টিএসসিতে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ কথা জানান।

[৪] তিনি বলেন, রাজু ভাস্কর্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্থানে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশ যা করছে সবকিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে করছে পুলিশ।

[৫] পুলিশ হলের ভেতরে গিয়েছে কি-না জানতে চাইলে মেহেদী হাসান বলেন, কোনো পুলিশ সদস্য হলের ভেতর প্রবেশ করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যা ৭টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দিয়েছে সকল শিক্ষার্থীকে। সাধারণ শিক্ষার্থীরা চলে গেছে, এখনও কেউ কেউ যাচ্ছে। হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের সহযোগিতা করছে পুলিশ, তারা নির্বিঘ্নে চলে যাচ্ছে।

[৬] রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ থাকবে কি-না জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন, যেভাবে, যতটুকু সহযোগিতা চাইবে আমার সহয়তাটুকুই দেবো। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা দেবে।

[৭] যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু বিশ্ববিদ্যালয়ে কোথাও আর জমায়েত হওয়ার সুযোগ নেই। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়