শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডন এক্সপ্রেসের ১৪ বাসে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ীর ধার্মিকপাড়ায় অগ্নিকাণ্ডে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি। 

[৩] যাত্রাবাড়ী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, বাস পুড়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মালিকপক্ষ মামলা করতে থানায় আসেননি। 

[৪] এদিকে আগুনে বাস পোড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। সংস্থার ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

[৫] ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সোমবার ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। সংস্থার ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ডিএডি মো. শামসুজ্জোহাকে এবং সদস্য করা হয়েছে ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণিকে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

[৬] সোমবার রাত ৮টা ৫০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়