শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:২৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়ায় দালা‌লের খপ্প‌রে আটক ৯ প্রবাসী প্রশাস‌নের সহ‌যো‌গিতায় দেশে 

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম): [২] লিবিয়ায় দালালের খপ্পরে পড়ে আটকে পড়া চট্টগ্রা‌মের বাঁশখালীর ৯ প্রবাসী বাংলা‌দেশ দূতাবাস ও  উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সার্বিক প্রচেষ্টা ও সহযোগীতায় অবশেষে তারা দেশে ফিরে এ‌সে‌ছে।  দে‌শে ফি‌রে তারা শুক্রবার (২৪ন‌ভেম্বর) বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের এ‌সে কৃতজ্ঞতা জানান ।

[৩] এ সময় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ব‌লেন, লিবিয়ায় অপহরণ হয়ে নির্যাতনের শিকার বাঁশখালীর ০৯ জন বাসিন্দার পরিবারের আবেদনের প্রেক্ষিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে রাখার পর ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানান তারা। একে একে দেশে ফেরার পর তারা আজ শুক্রবার আমার সাথে সাক্ষাৎপূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করতে আসেন। তাদের হাসি মাখামুখ এবং পরিতৃপ্ত চোখের চাহনি মনে প্রশান্তি এনে দেয়। বাঁশখালীবাসীর এ ভালোবাসা ও আন্তরিকতাই  আমাদের এগিয়ে চলার  অনুপ্রেরণা জোগায় ব‌লে তি‌নি অ‌ভিমত ব‌্যক্ত ক‌রেন । 

[৪] উল্লেখ‌্য, লিবিয়ায় দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হা‌রি‌য়ে আট‌কে রাখা হয় বাঁশখালীর ৯ প্রবাসী  গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার শহিদ উল্লাহ’র ছেলে রুকনুল ইসলাম আরিয়াত, একই এলাকার নুরুল আমিনের ছেলে মো: মোরশেদুল আলম, আহমদ কবিরের ছেলে মোহাম্মদ কাউছার মিয়া, আবদুল মোনাফের ছেলে আজগর হোসাইন, আবদুল মজিদের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশেক ও তার ভাই ইব্রাহিম, বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৫নং ওয়ার্ডের মৃত ওমর আলীর ছেলে আইয়ুব আলী ও কাথরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাগমারা এলাকার আবু আহমদের ছেলে মোহাম্মদ করিম। এর আগে লিবিয়ায় আটকে থাকা প্রবাসীদের বিষয়ে ১৭ সেপ্টেম্বর তাদের পরিবারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন। আটক অবস্থা থেকে ওই ৯ প্রবাসী একটি ভিডিও বার্তাও দেন। ভিডিও বার্তায় তাদের লিবিয়ায় আটক অবস্থা থেকে উদ্ধার করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।  

[৫] ফলে স্থানীয় প্রশাসনের অনুরোধে লিবিয়ায় হাইকমিশন সেদেশে আটকে থাকা বাংলাদেশীদের উদ্ধার করে দেশে পৌঁছে দিতে তৎপর হয়ে উঠে। এদিকে লিবিয়া থেকে দেশে ফেরার পর সেই ৯ প্রবাসী গতকাল বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে তাদের উদ্ধারে সহযোগীতা ও আন্তরিকভাবে কাজ করায় ইউএনও জেসমিন আক্তারের প্রতি কৃতজ্ঞতা ও তাকে ধন্যবাদ জানান। 

[৬] উদ্ধার হওয়া প্রবাসীরা অভিযোগ করেন, বাঁশখালীর গন্ডামারা, কাথরিয়া ও জলদী এলাকার এই ৯ প্রবাসী বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন ও  গন্ডামারা ইউনিয়নের ৩ /৪ জন মানব পাচার কা‌রি তা‌দের ১০-১২ লাখ টাকার বিনিময়ে লিবিয়া যান। চুক্তি অনুযায়ী তাদের প্রত্যেককে ভাল বেতনে চাকরি ও কর্মসংস্থানের কথা থাকলেও স্থানীয় মানব পাচারকারী দালালরা তাদের সে দেশের দালাল‌দের কাছে বিক্রি করে দেন। এরপর তা‌দের উপর নানা ভা‌বে নির্যাতন চালা‌নোর পর প্রশাস‌নের সহ‌যো‌গিতায় তা‌দের দে‌শে ফি‌রে‌য়ে আনা হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়