সহিদ রাহমান, কানাডা: আনুষ্ঠানিক মুক্তির আগেই কানাডার টরন্টোতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব-একটি জাতির রূপকার’।
কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেললাইট বক্স সিনেমা-৭ প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রেক্ষাপট এবং বিষয়বস্তু তুলে ধরেন।
বাংলাদেশের যারা বঙ্গবন্ধুকে জানতে চায়, বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস জানতে চায়, এই চলচ্চিত্র তাদেরকে অনেক কিছু দিতে পারবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তিন ঘন্টা সময়ের মধ্যে বঙ্গবন্ধুর জীবন, বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনাকে যেভাবে তুলে আনা হয়েছে, সেখানেই চলচ্চিত্র পরিচালকের মুন্সিয়ানা, অন্য পরিচালকের সাথে পার্থক্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ফলেই এ চলচ্চিত্র নির্মাণের শুরু থেকে মুক্তি পর্যন্ত সাথে থাকার সুযোগ হচ্ছে উল্লেখ করে ড.মোহাম্মদ হাছান মাহমুদ বলেন, অবর্ণনীয় ব্যস্ততার মধ্যেও এই চলচ্চিত্র নির্মাণে আন্তরিক সময়দানের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
প্রধানমন্ত্রী সাথে আমার সিনেমাটি ইতিমধ্যে দেখার সৌভাগ্য হয়েছে। এক নি:শ্বাসে দেখার মতো এমন চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচালক শ্যাম বেনেগাল ও শিল্পী, কলা-কুশলী ও নেপথ্য কারিগরদেরকে আবারো অকুন্ঠ ধন্যবাদ।
প্রাথিমকভাবে বাংলা ও হিন্দি ভাষায় চলচ্চিত্রটি মুক্তি পাবে এবং বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
বঙ্গবন্ধু চরিত্রাভিনেতা আরিফিন শুভ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর আর কোনো অভিনয় নাও করি বা যদি পৃথিবী থেকে চলেও যেতে হয়, তাতেও কোনো আক্ষেপ নেই।
ভারত থেকে আগত চিত্রনাট্যকার অতুল তেওয়ারি তার বক্তব্যে বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ যে তিনি তার পিতার জীবনের চলচ্চিত্র নির্মাণে আমাদের ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন। আমরা ও শিল্পী-কুশলীরা এ নির্মাণকে সেরা করার সর্বোচ্চ চেষ্টা করেছি।
বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া ও কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড.খলিলুর রহমান।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, যুগ্ম সচিব কাউসার আহমেদ, উৎসব কর্মকর্তারাসহ দেশি-বিদেশি দর্শকরা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এনএইচ
আপনার মতামত লিখুন :