সালেহ্ বিপ্লব: কানাডার টরন্টোয় দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার মাহির খানের মরদেহ ঢাকা পৌঁছাবে ২ মার্চ সকালে। আরিয়ানের নিকটাত্মীয় আরিফুর রহমান মিলনের বরাত দিয়ে ফেসবুকে বাংলাদেশী কানাডিয়ান-কানাডিয়ান বাংলাদেশী (বিসিসিবি) গ্রুপে এ কথা জানান মোহাম্মদ হোসনী মোবারক।
তিনি লিখেছেন, স্থানীয় সময় ২৮ ফেব্রুয়ারি রাত ১০টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্স এর বিমান যোগে নিহতদের মরদেহ বাংলাদেশে যাবে। বাংলাদেশ সময় ২ই মার্চ সকালে দেশে পৌছার আশা আছে।
গত সোমবার নিহতদের জানাযা টরন্টোর আল আবেদীন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় ঢল নামে টরেন্টো প্রবাসী বাংলাদেশীদের।
গত ১৩ ফেব্রুয়ারি রাতে অন্টারিও প্রদেশের দুন্দাস স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাংলাদেশী আন্তর্জাতিক ছাত্র শিক্ষার্থী আরিয়ান আলম দীপ্ত, অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়া ও শাহরিয়ার মাহির। গুরুতর আহত হন শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তিনি টরন্টোর সেইন্ট মাইকেল হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন।
অ্যাঞ্জেলার মরদেহ এরই মধ্যে দেশে এসেছে এবং তাকে তেজগাঁও চার্চে সমাহিত করা হয়েছে।