শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১১ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

টরন্টোর দুর্ঘটনা: তথ্য সহায়তা চেয়েছে অন্টারিও পুলিশ  

তথ্য সহায়তা চেয়েছে অন্টারিও পুলিশ  

সালেহ্ বিপ্লব: টরন্টোর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের তিনজন আন্তর্জাতিক শিক্ষার্থী নিহত এবং একজন মারাত্মক আহত হওয়ার ঘটনাটি এখনো তদন্ত করছে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ। তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্যও চেয়েছে। কানাডার ‘নতুনদেশ’ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর  অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের মুখপাত্র ক্যারি স্মিথের উদ্ধৃতি দিয়ে এ কথা জানান। 

সাংবাদিক শওগাত আলী সাগর জানান, দুর্ঘটনাটি নিয়ে নানা ধরনের গুঞ্জন এবং অনুমাননির্ভর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। তারই প্রেক্ষিতে তিনি বিষয়গুলো সম্পর্কে অন্টারিও পুলিশের বক্তব্য জানতে চান। 

অন্টারিও পুলিশের কাছে পাঠানো ইমেইলে শওগাত আলী সাগর জানতে চান, দুর্ঘটনায় নিহত একজন শিক্ষার্থীর অভিভাবক বাংলাদেশের মিডিয়ায় দেয়া সাক্ষাতকারে অভিযোগ করেছেন; মারাত্মক আহত নিবিড় কুমার সাসপেন্ড হওয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছিলেন। এই অভিযোগ সত্য কি না। গাড়িটি অন্য কোনো গাড়ির সাথে রেইস করছিলো কি না, অ্যালকোহল বা ড্রাগের কোনো প্রমাণ পুলিশ পেয়েছে কি না।

শওগাত আলী সাগর জানান, অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের মুখপাত্র  ক্যারি স্মিথ ফিরতি ইমেইলে জানিয়েছেন, দুর্ঘটনার তদন্তের হালনাগাদ কোনো তথ্য নেই। তবে নাগরিকদের কারো কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করেছেন। 

পুলিশের ওই কর্মকর্তা  ইমেইলে তার একটি ভিডিও বার্তা সংযুক্ত করেছেন, যাতে তিনি দুর্ঘটনার সময় ( রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা) ওই রাস্তায় চলাচলকারী কেউ কোনো অস্বাভাবিক দৃশ্য দেখে থাকলে, কারো ড্যাশ ক্যামে কোনো ছবি থাকলে বা দুর্ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে তা ৪১৬-২৩৫ ৪৯৮১ নম্বরে ফোন করে  পুলিশকে জানাতে অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়