মাজহারুল ইসলাম: যুক্তরাষ্ট্রের মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বিকৃত করা হয়েছে। এ নিয়ে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার গুরুত্বপূর্ণ কোনো ম্যুরাল বিকৃতি করলো দুর্বৃত্তরা। এতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ প্রকাশ করেছেন। সিবিএস নিউজ
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ’র প্রেসিডেন্ট ড. মোহামেদ আলম বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতার স্মরণে নির্মিত ম্যুরালটি দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মিশিগানের হ্যামট্রামকের কন্যান্ট ও ক্যালির কোণে বঙ্গবন্ধুর ছবিসহ ম্যুরাল আছে। এ ব্যপারে ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।
ড. আলম আরো বলেন, গত শুক্রবার ম্যুরালের মুখে সিমেন্টের প্রলেপ দেয়া হয়েছে। এছাড়া জেনস পার্কে ‘বাংলাটাউনে স্বাগতম’ লেখা চিহ্নটিও মুছে ফেলা হয়েছে। এটি পরিকল্পিত ভাঙচুর এবং জঘন্য ঘৃণামূলক অপরাধ। বাংলাদেশিদের ভয় দেখাতে এই নোংরা ঘৃণামূলক অপরাধ ঘটানো হচ্ছে।
এমআই/একে