শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:০২ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকী পালিত 

আমিরাতে প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী পালিত

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত: ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই-উতরাই। কারাভোগ করেছেন, একাধিকবার গৃহবন্দী ছিলেন। চারবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। প্রায় তিন দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। 

মাদার অব হিউম্যানিটি, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন বুধবার (২৮ সেপ্টেম্বর) আজমানের  রেস্টুরেন্টের হলরুমে সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন  বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ  ড.জাফর ইকবাল। 

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, সিআইপি ইব্রাহিম উসমান আফলাতুন, আবুল ফজল বিক্রম, মহিলা বিষয়ক সম্পাদক নিশাত জাহান চৌধুরী নিশু, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি জসিম মল্লিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সুমন, শারজা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আবু বক্কর সিদ্দিক, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম, ফারদিন হাসান রাজু প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফারদিন হাসান রাজু।আলোচনা শেষে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু  কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়