শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরে ফেসবুক লাইভে এসে সাংবাদিকের আত্মহত্যার চেষ্টা, দরজা ভেঙে উদ্ধার

জুলফিকার আমীন, পিরোজপুর: [২] পিরোজপুরে ইমন চৌধুরী নামের বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। একপর্যায়ে স্থানীয় সাংবাদিকেরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

[৩] বুধবার রাত ৯টার দিকে শহরের সিআইপাড়ায় ইমনের বাসভবনে এ ঘটনা ঘটে।

[৪] ইমন বেসরকারি টেলিভিশন ‘এখন’ এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সংবাদ প্রকাশের জেরে পিরোজপুর প্রেসক্লাবে ডেকে নিয়ে কয়েকজন সাংবাদিক তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেন ইমন। এতে অপমানিত বোধ করায় তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। 

[৫] ইমন বলেন, তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দূর্নীতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। ওই প্রতিবেদন বরিশাল ক্রাইম নিউজসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে দেন। এ কারণে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা তার ওপর ক্ষুব্ধ হন। বুধবার রাত আটটার দিকে তাকে সিআইপাড়ার বাসা থেকে কয়েকজন সাংবাদিক মোটরসাইকেলে করে পুরোনো প্রেসক্লাব ভবনে নিয়ে মারধর করেন।

[৬] ইমনের স্ত্রী সুমাইয়া ইসলাম বলেন, বুধবার রাত আটটার দিকে কিছু লোক দরজায় ধাক্কা দেন। দরজা খুললে তারা ঘরে ঢুকে ইমনকে জোর করে নিয়ে যান। এরপর ইমন বাসায় ফিরে তার কক্ষের দরজা বন্ধ করে দেন। তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। ফেসবুক লাইভ দেখে কিছু মানুষ দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।

[৭] পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক বলেন, ইমন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীর কাছে চাঁদা দাবি করেন। এ বিষয়ে প্রেসক্লাবে অভিযোগ এলে তাকে ডেকে সতর্ক করে দেওয়া হয়। ইমনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো ও হয়রানির অভিযোগ রয়েছে। গত এক মাসে কয়েক ব্যক্তি এ সকল অভিযোগ করেছেন। তাই তাকে সতর্ক করার জন্য প্রেসক্লাবে ডাকা হয়েছিল। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

[৯] পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, জেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। সম্পাদনা: তারিক আল বান্না

প্রতিনিধি/টিএবি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়