শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০২৩, ০২:৪৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৩, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দন্ড মওকুফে আদালতের দ্বারস্থ হংকংএর সাংবাদিক চোই

সাজ্জাদুল ইসলাম: হংকংএর শীর্ষ আদালত অঞ্চলটির একজন বিশিষ্ট সাংবাদিকের আবেদনের ওপর আজ বুধবার (৩ এপ্রিল) শুণানীর আয়োজন করবে। দিনটি হলো সংবাদপত্রের স্বাধীনতা দিবস। বিশিষ্ট অনুসন্ধানী ন্রাী সাংবাদিক ব্ওা চোই সরকারী তথ্যপ্রাপ্তির সাংবাদিকের অধিকার প্রশ্নে আদালতে আবেদন জানিয়েছেন।

চোই(৩৮) এর আগে তাকে দেয়া দন্ড বাতিলের চেষ্টা করছেন। হংকংএর পরিবহন দপ্তরের দেয়া যানবাহন নিবন্ধন রেকর্ড ব্যবহার করার জন্য তাকে দন্ড দেয়া হয়েছিল। তিনি তথাকথিত প্রামাণ্য চিত্র ইউয়েন লং এটাকএ রেকর্ড ব্যবহার করেছিলেন। তাতে দেখানো হয় যে, ২০১৯ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর শতাধিক মানুষের একটি গ্রুপ হামলা চালাচ্ছে।

কৌশলিরা তাদের আবেদন উত্থাপন করে বলেন, চোই’র যানচলাচল সম্পর্কিত রেকর্ড ব্যবহার তথ্যের সত্যিকার ব্যবহারের সঙ্গে মানানসই হয়নি।

২০২১ সালের এপ্রিল মাসে চোইকে তথ্য লাভে ভুল তথ্য দেয়ার জন্য দু’দফা দোষী সাব্যস্ত করা হয় এবং ৬ হাজার হংকং ডলার জরিমানা করা হয়। ওয়েস্ট কাউলুন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এ দন্ড দেয়।

হংক্এংর শীর্ষ আদালতে তার আজকের আপীল হলো দন্ড মওকুফের সর্বশেষ আবেদন। চোই তার আপীল সম্পর্কে কোন কিছু বলতে অস্বীকার করেছেন। তিনি বলেন, চলমান আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করার মতো কোন ঝুঁকি তিনি নিতে চান না। গত জানুয়ারি মসে চোই বলেন, তিনি আইনি প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান। কেননা হংকংএর মিডিয়া শিল্পের ওপর এর সুদূর প্রসারি প্রভাব পড়বে।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়