শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৯:৩৯ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক শামসুজ্জামানের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি সিপিজের

সিপিজে

মিহিমা আফরোজ: নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সবসময় সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার প্রতিবাদ জানিয়ে আসছে। গত বুধবার (২৯ মার্চ) প্রকাশিত সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার কাজ সংক্রান্ত সকল তদন্ত বন্ধ করতে হবে। প্রথম আলো পত্রিকার কর্মীরা যেন বিনা হস্তক্ষেপে বা কোনো প্রতিহিংসার শিকার না হয়ে নির্ভয়ে কাজ করতে পারেন, এমন পরিস্থিতি নিশ্চিত করতে হবে। সিপিজে 

নিউইয়র্কে সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সেরনা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার ও অতিরিক্ত ভয়-ভীতি দেখানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। যারা সরকারের সমালোচনা করেন, তাদের কণ্ঠরোধে এই আইন বার বার ব্যবহার করা হচ্ছে।

সিপিজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইনমন্ত্রী আনিসুল হক একাধিকবার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের পর অবিলম্বে কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হবে না। কিন্তু বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে কারাদণ্ড এবং সাংবাদিকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিপীড়নের ঘটনা ঘটানো হচ্ছে।

শামসুজ্জামানের বিষয়ে জানতে সিপিজের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া দেয়নি ডিএমপি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা কিবরিয়ার সঙ্গে সিপিজে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমএ/আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়