শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৯ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

এবার মিডিয়াকে ধুয়ে দিলেন তসলিমা নাসরিন

লেখক তসলিমা নাসরিন

সালেহ্ বিপ্লব: তিনদিন আগে ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন লেখক তসলিমা নাসরিন। ছবিতে দেখা যাচ্ছে, বোরখা পড়া তিন নারী বাংলা একাডেমির একুশে বইমেলায় তসলিমা নাসরিনের গল্পগ্রন্থ ‘চুম্বন’ পড়ছেন। ছবির ক্যাপশনে তসলিমা লিখেছেন,  ঢাকার বইমেলায় আমার গল্পগ্রন্থ 'চুম্বন' পড়ছে এরা। পড়ার পর বোরখা ফেলে দিয়ে  যদি মানুষ হতে পারতো, তাহলেই সার্থক হতাম।

এই পোস্টে পক্ষে বিপক্ষে বহু কমেন্ট পড়েছে। আর পোস্ট এবং কমেন্ট নিয়ে প্রতিবেদন করেছে ভারতের হিন্দুস্তান টাইমস বাংলা। 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ফের হিজাব বিতর্ক উস্কে দিলেন লেখিকা তসলিমা নাসরিন। ঢাকায় এখন বইমেলা চলছে। সেখানে বহু লেখক লেখিকার সঙ্গে মিলছে তসলিমা নাসরিনের উপন্যাস চুম্বন। সেই বই এবং কিছু মহিলার ছবি পোস্ট করে নতুন বিতর্ক উস্কে দিলেন তিনি।

সম্প্রতি ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন লেখিকা। সেখানে দেখা যাচ্ছে তিনজন মহিলা একটি বই পড়ছে। সেই ছবিগুলো শেয়ার করে তিনি লেখেন, ঢাকার বইমেলায় আমার গল্পগ্রন্থ 'চুম্বন' পড়ছে এরা। পড়ার পর বোরখা ফেলে দিয়ে যদি মানুষ হতে পারত, তাহলেই সার্থক হতাম।

এখানেই অনেকেই বিরক্ত হয়েছেন, তবে কি যারা স্বেচ্ছায় হিজাব পরেন তারা কি মানুষ নন? তার এই পোস্টে তাঁর সমর্থন এবং অসমর্থনে বহু কমেন্ট দেখা গিয়েছে। এক ব্যক্তি লেখেন, এসব পাঠকের দোয়া এবং ভালোবাসা একবার পরকালের পাথেয় হবে। আরেক ব্যক্তি লেখেন, চাপিয়ে দেওয়া পোশাকে আর কতদিন? ধর্মান্ধতা থেকে একদিন সবাই বেরিয়ে আসবে। বাঙালি আপনার কাছে ঋণী হয়ে থাকবে। আরও এক ফেসবুকবাসী লেখেন, বোরখা পরে এতদিন অনেক নিষিদ্ধ কাজ করতে দেখেছি, আজ একটি বিশুদ্ধ কাজ করতে দেখলাম।

এটাই প্রথম নয়। এর আগেও মাস দুয়েক আগে তিনি বিশ্বকাপ চলাকালীন হিজাব বিতর্ক উস্কে দিয়েছিলেন। মরক্কোর ফুটবল তারকা আচ্রফ হাকিমির স্ত্রী হিবা আবুককে নিয়ে তিনি টুইট করেছিলেন। সেখানে এই খেলোয়াড় এবং তার স্ত্রীকে দেখা যায়। সেখানে হিবা বোরখা পরে ছিলেন না। এই বিষয়ে লেখিকা তার পোস্টে লেখেন, মরক্কোর স্টার ফুটবলার আচ্রফ হাকিমি এবং তার স্ত্রী। তারা মুসলিম তবুও তার স্ত্রী হিজাব বা বোরখা পরে নেই।

এই পোস্টের পরই তখন বিতর্ক শুরু হয়। ভাইরাল হয়ে গিয়েছিল তার পোস্ট। আবার নতুন করে সেটা উস্কে গেল ঢাকা বইমেলার ছবি দিয়ে।’’

একদিন পর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন তসলিমা নাসরিন। সেখান লিখেছেন, ভালো কথাকে, প্রগতিশীল চিন্তাকে, নারীর মঙ্গল কামনাকে, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদকে, সুস্থ মননকে মিডিয়া চিরকালই ‘‘বিতর্ক উস্কে দেওয়া’’ বলে রায় দিয়েছে।

এসবি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়