নিজস্ব প্রতিবেদক: হাটি হাটি পা পা করে এক দশক অতিক্রম করল দেশের অন্যতম জাতীয় দৈনিক সকালের সময়। এ পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক জমকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অংশ নেন পত্রিকাটির সারাদেশব্যাপী জেলা-উপজেলা প্রতিনিধি, শুভান্যুধায়ী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তাসহ নানা শেণি পেশার মানুষ। দিনভর অনুষ্ঠানের প্রথম পর্বে গঠনমূলক বক্তব্য ও আলোচনা এবং শেষ পর্বে কেক কাটা ও দেশের প্রথম সারির শিল্পিদের সমন্বয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান আগত অতিথিরা। এ সময় ফুলেল শুভেচ্ছা জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও এয়ার ওয়ার্ল্ড হজ এজেন্সির স্বত্তাধিকারী ও বিএনপি নেতা আলহাজ্জ আইনুল হক, টঙ্গী এলাকার ব্যবসায়িক নেতা শাহিন চৌধুরী, দৈনিক বর্তমান প্রত্রিকার নির্বাহী সম্পাদক নজমুল হক সরকার, বিশিষ্ট সাংবাদিক মনজুর এ আজিজ, বিশিষ্ট আইনজীবী মো. মাহবুব মুসা, সাদাকুল ইসলাম ও জসিম উদ্দিন প্রমুখ।