মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, প্রথম নারী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ'র কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন( বিসিআরএ)।
আজ মঙ্গলবার সকাল ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিসিআরএ তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
বিসিআরএ'র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই সমবেদনা জানানো হয়।
এক শোক বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন রাজনৈতিক অভিভাবককে হারালো। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী নেত্রীর প্রয়াণে জাতীয় জীবনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। যা পূরণীয় নয়।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর শাসনামলে সাংস্কৃতিক অঙ্গনে নানা কর্মসূচি নেওয়া হয়। যা সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধি করেছিলো। তিনি ছিলেন দেশীয় শিল্প - সংস্কৃতিক বান্ধব একজন রাজনাতিবিদ।
শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।